Maut Ka Akhri Qasid

Book Name:Maut Ka Akhri Qasid

c~‡e©I ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন D`vwmbZv থেকে বেঁচে  থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো|

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মৃত্যু অপেক্ষমান

    হযরত সায়্যিদুনা ইয়াস বিন কাতাদাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বীয় গোত্রের সর্দার ছিলেন একদিন তিনি তাঁর দাঁড়ির মধ্যে একটি সাদা দাঁড়ি দেখলেন, তখন দোয়া করলেন: হে আল্লাহ! আমি হঠাৎ সংগঠিত দুর্ঘটনা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি জানি, মৃত্যু আমার প্রতীক্ষায় রয়েছে , আমি তার কাছ থেকে রক্ষা cv‡ev bv| অতঃপর তিনি তাঁর গোত্রের লোকদের নিকট গেলেন এবং বলতে লাগলেন: হে সাদ গোত্র ! আমি আমার যৌবন তোমাদের জন্য DrmM© করে w`‡qwQjvg, এখন তোমরা আমার বার্ধক্যটা আমাকে দান করো অতঃপর তিনি ঘরে চলে গেলেন এবং ইবাদতে মগ্ন হয়ে গেলেন এমনকি তাঁর ওফাত হয়ে গেলো (বাহরুল দুমু, ১১২ পৃষ্ঠা)

 

আমরা কেন শিক্ষা গ্রহণ করছি না?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের পূর্বপুরুষ, বুযুর্গানে দ্বীন, আল্লাহ পাকের সেই নেক বান্দাদের চিন্তাধারা কতটা বিশুদ্ধ ছিল যে, তারা শিক্ষা উপদেশ গ্রহণ করতেন! দেখুন, হযরত ইয়াস বিন কাতাদাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দাড়িতে একটি সাদা চুল দেখলেন, আর এই একটি সাদা চুলই তার উপদেশের জন্য যথেষ্ট ছিল, তিনি তা থেকে শিক্ষা অর্জন করেন, উপদেশ গ্রহণ করেন এবং ইবাদতে মগ্ন হয়ে যান

    হায়! আমরা D`vwmbZvq নিমজ্জিত হয়ে আছি, আমরা উপদেশ গ্রহণ করি না, আমরা শিক্ষামূলক দৃষ্টি থেকে বঞ্চিত মহাবিশ্বের প্রতিটি কণা আমাদেরকে বার্তা দিচ্ছে, এই ক্রমবর্ধমান জানাযা, কবরস্থানের ক্রমবর্ধমান জনসংখ্যা, ম্লান যৌবন, অতিবাহিত দিনগুলি, ম্লান চাঁদের আলো, এই সমস্ত কিছুতে আমাদের জন্য শিক্ষা বিদ্যমান রয়েছে এসব কিছু আমাদেরকে আহবান করে বলছে, হে উদাস মানব! মৃত্যু আসছে