Maut Ka Akhri Qasid

Book Name:Maut Ka Akhri Qasid

বলেন: অনুরূপভাবে তিনি একেক করে প্রতিটি ঘর গণনা করলেন এমনকি এক পর্যায়ে তিনি আমাদের ঘরে পৌঁছলেন (wnjqvZzj AvDwjqv, 6/182 c„ôv, nvw`m bs: 8222)

প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু ভাবুন, আমাদের বুযুর্গগণ এবং আল্লাহর নেক বান্দাগণ কিভাবে শিক্ষা গ্রহণ করতেন আর এদিকে আমাদের অবস্থা, জনশূন্য ঘর, চুলায় প্রজ্বলিত আগুন, সূর্যের তাপ, শীত গরম ইত্যাদি থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত জানাযা উঠানো হয় আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি না, নিজের হাতে g„Z ব্যক্তিকে কবরস্থ করি তারপরও আমরা শিক্ষা গ্রহণ করি না, অমুকের ছেলে অমুক খুবই ভালো মানুষ wQ‡jv, হঠাৎ করে nvU© এটাক করে মৃত্যুর ঘাঁটি অতিক্রম Ki‡jv, অমুক তরুণ রোড Gw·‡W‡›U ইন্তেকাল করেছে এরকম অসংখ্য খবর আমরা প্রতিনিয়ত শ্রবণ করি অথচ তারপরও আমরা মৃত্যুকে বিন্দুমাত্র স্মরণ করি না, তা থেকে শিক্ষা গ্রহণ করি না হায়, আমরা ‡h‡bv শিক্ষা গ্রহণ করি এবং কবর পরকালের স্মরণে নিজেকে মগ্ন রাখি

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    একবার হযরত মালাকুল gDZ عَلَیْہِ السَّلَام আল্লাহর নবী হযরত দাউদ عَلَیْہِ السَّلَام এর নিকট উপস্থিত হলেন দাউদ عَلَیْہِ السَّلَام Zuv‡K মৃত্যুর দূত সম্পর্কে জিজ্ঞেস করলেন, উত্তরে তিনি    বললেন, হে আল্লাহর নবী! আপনার বাবা, ভাই, প্রতিবেশী পরিচিতজন সবাই কোথায়? তিনি বললেন: তাঁরা ইন্তেকাল করেছেন মালাকুত gDZ عَلَیْہِ السَّلَام বললেন: এরা সকলেই মৃত্যুর দূত, এরা সকলেই এই বার্তা দিচ্ছেন যে, তারা যেভাবে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, তদ্রূপ আপনিও একদিন বিদায় নিবেন

(আল কামিল ফিত তারিখ, cÖ_g খন্ড, পৃষ্ঠা: ১৯৮)

 

এর ‡P‡q ভালো উপদেশ আর কি হতে পারে?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল; এই জানাযার লাশ, কবরস্থানের ক্রমবর্ধমান জনসংখ্যা, একের পর এক আমাদের প্রিয়জন, আত্মীয়-স্বজনের মৃত্যু, সবাই মৃত্যুর দূত, এগুলো সব আমাদের জন্য শিক্ষা, কিন্তু হায়! আমরা শিক্ষা গ্রহণ করি না একবার হযরত ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি জানাযায় অংশগ্রহণ করলেন মৃত ব্যক্তিকে দাফন