Maut Ka Akhri Qasid

Book Name:Maut Ka Akhri Qasid

করার পর তিনি একজন ব্যক্তিকে সম্বোধন করে বললেন: তোমার কি ধারণা? এই ব্যক্তি (যাকে আমরা এইমাত্র কবরস্থ করেছি) ‡m কি এই পৃথিবীতে cybivq ফিরে আসতে, অধিক পরিমাণে সৎকাজ করতে এবং তার পাপ থেকে ZvIev করতে AvKv•Lv K‡i bv? লোকটি বলল: হ্যাঁ! নিশ্চয়ই সে এই কামনা করবে ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তাহলে আমাদের অবস্থা কি? আমরা কেন এই মৃত ব্যক্তির মতো হচ্ছি না? (অর্থাৎ আমাদের জন্য এখনো অবকাশ রয়েছে, আমরা এখনো দুনিয়ায় অবস্থান করছি, তাহলে আমরা কেন নেকির দিকে ধাবিত হচ্ছি না? কেন আমরা গুনাহ থেকে mwZ¨Kvi ZvIev করছি না) এটা বলার পর ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাঁটা শুরু করলেন এবং বলতে লাগলেন, যদি হৃদয় জীবিত থাকে তবে এই জানাযা থেকে উত্তম উপদেশ আর কী হতে পারে...! (আদাবুল হাসান আল বসরী, পৃষ্ঠা: ২৯)

পৃথিবী প্রতারণার ঘর

    হে AvwkKv‡b ivm~j! এটাই চিরন্তন সত্য যে, মৃত্যু আসবেই, আমরা mK‡ji এই অবিনশ্বর পৃথিবী থেকে বিদায় নিতেই হবে পারা 4, সূরা আল ইমরান, AvqvZ ১৮৫ তে মহান আল্লাহ পাক ইরশাদ করেন:

کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ وَ اِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ   فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَ اُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ ؕ وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ  الۡغُرُوۡر

(পারা: , সূরা: আল ইমরান, আয়াত: ১৮৫)

কানযুল ইরফানের অনুবাদ: সমস্ত জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে; এবং নিশ্চয়ই উত্থান দিনে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে; অতএব যে কেহ জাহান্নাম হতে বিমুক্ত হয় এবং জান্নাতে প্রবিষ্ট হয় - ফলতঃ নিশ্চয়ই সে সফলকাম; আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়

          Lwjdv‡q 'লা হযরত মুফতি মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের টিকায় বলেন: উক্ত বরকতময় বাক্য দ্বারা দুনিয়ার বাস্তবতা স্পষ্ট করা হয়েছে, মানবজাতি পার্থিব জীবনের উপর  বিলীন হয়ে থাকে, সেটাকেই মূলধন মনে করে, আর এই অবসরকে বৃথাই বিনষ্ট করে দেয়, অবশেষে জীবনের অন্তিম মুহূর্তে সে বুঝতে পারে