Book Name:Maut Ka Akhri Qasid
উটের b¨vq, মালিক তাকে বেঁধে রেখেছিল অতঃপর খুলে দিয়েছে, সে এটাও জানে না যে, কেন বেঁধে রেখেছিল আর কেনই বা খুলে দিয়েছে!
(আবু দাউদ কিতাবুল জানায়েয, পৃষ্ঠা ৪৯৯, হাদিস: 3089)
প্রখ্যাত gydvmwm‡i কুরআন হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উক্ত হাদিস শরীফের টিকায় বলেন, মু'মিন ব্যক্তি অসুস্থ হলে স্বীয় গুনাহ থেকে ZvIev করে, সে মনে করে, আমার কোনো পাপের কারণে এই অসুস্থতা এসেছে এবং সম্ভবত এটিই শেষ অসুস্থতা যার পরে মৃত্যু চলে আসবে, তাই সে আরোগ্যের পাশাপাশি ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। (অপরদিকে) D`vwmb মুনাফিক মনে করে, আমি অমুক কারণে অসুস্থ ছিলাম (যেমন, অমুক অমুক বস্তু খেয়েছিলাম, আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে পড়েছি, সম্প্রতি এই রোগ সর্বত্র ছড়িয়ে পড়েছে ইত্যাদি) এবং অমুক ঔষধ সেবনের কারণে আমি আরোগ্যতা লাভ করেছি (ইত্যাদি ইত্যাদি) উপায়ের মধ্যেই GBfv‡e আটকে থাকে এবং مُسَبِّبُ الْاَسباب (অর্থাৎ উপায় সৃষ্টিকারী পরম করুণাময় আল্লাহ পাকের) করুনার প্রতি দৃষ্টিপাত করে না, ZvIev করে না, স্বীয় গুনাহ সম্পর্কে চিন্তাভাবনাও করে না। (মিরআতুল মানাজিহ, খন্ড: ২, পৃষ্ঠা: ৪২৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(৫) দিনের Avmv hvIqvI মৃত্যুর দূত
প্রিয় ইসলামী ভাইয়েরা! w`b I iv‡Zi AveZ©b, সূর্যোদয় হওয়া, অস্ত যাওয়া, দিন, mßvn, মাস এবং বছর পেরিয়ে যাওয়াটাও মৃত্যুর দূত, এর মধ্যেও শিক্ষার বার্তা i‡q‡Q, হায়! আমরা দিনরাতের বাহনে আরোহী n‡q মৃত্যুর দিকে অনবরত অগ্রসর হচ্ছি, অতি শীঘ্রই এমন সময় আসবে যখন আমাদের যাত্রা সম্পূর্ণ হবে এবং আমরা আমাদের গন্তব্য তথা কবরের গর্তে wM‡q পৌঁছব। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন:
یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ اِنَّکَ کَادِحٌ اِلٰی رَبِّکَ کَدۡحًا فَمُلٰقِیۡهِ
(পারা: ৩০, সূরা ইনশাক্ব: ৬)
কানযুল ইরফানের অনুবাদ: হে মানব সকল, নিশ্চয়ই তুমি তোমার প্রভুর দিকে নিশ্চিত ছুটে যাবে এবং তারপর তাঁর সাক্ষাৎ লাভ করবে।