Book Name:Maut Ka Akhri Qasid
বললেন: আল্লাহ cv‡Ki kc_! আমার অসংখ্য দূত আছে, যেমন: রোগ, চুল পাকা, বার্ধক্য, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, শ্রবণশক্তি হ্রাস পাওয়া, যখন কোন ব্যক্তি উল্লেখিত বস্তু সমূহে লিপ্ত হওয়ার পরও উপদেশ গ্রহণ করে না এবং ZvIev করে না, তখন আমি তার Rvb Keh করার সময় তাকে সম্বোধন করে বলি: আমি কি তোমার কাছে wewfbœ দূত পাঠাইনি? এখন শুধু আমিই শেষ দূত, আমার পরে আর কোনো দূত নেই এবং আমিই শেষ ভীতি প্রদর্শনকারী, আমার পর কোন ভীতি প্রদর্শনকারী নেই। (আত তাযকিরাতু্ লিল ক্বুরতুবী, পৃষ্ঠা: ৩৬)
হে AvwkKv‡b ivm~j! জানা গেল; জ্বর ও বিভিন্ন রোগও মৃত্যুর দূত। পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে কখনো কোনো রোগাক্রান্ত হয়নি, জ্বর, মাথাব্যথা ইত্যাদি তো ছোটখাটো রোগ, অনেকে বিভিন্ন রোগে ভুগছে, কারো ডায়াবেটিস, কারো হেপাটাইটিস, কেউ লিভারের রোগে ভুগছে, কেউ আবার ভুগছে কিডনির সমস্যায়, আমরা কি এসব রোগ থেকে শিক্ষা নিয়েছি? হয়তো না। জ্বর বা কোনো রোগ হলে শিক্ষা গ্রহণ করা উচিত, মৃত্যুকে স্মরণ করা উচিত, এই রোগকে জীবনের শেষ রোগ মনে করে সকল গুনাহ থেকে ZvIev করে সৎকাজে লিপ্ত হওয়া উচিত, কিন্তু আমাদের অবস্থা Gi বিপরীত, Ggb A‡bK মানুষ আছে যারা সামান্য মাথাব্যাথা বা জ্বর BZ¨vw`i কারণে জামাতের সাথে নামায আদায় করার সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে, বরং এমন কত নির্বোধ আছে যারা অসুস্থতার evnvbv ধরে নামায কাযা করে ফেলে।
হায়! অসুস্থতা তো মৃত্যুর দূত, এটা G‡mwQ‡jv যাতে আমরা D`vwmbZvi নিদ্রা থেকে জাগ্রত হই, কিন্তু আমরা জাগ্রত হওয়ার পরিবর্তে আরো অবহেলার শিকার n‡q hvB।
gyÕwgb ও মুনাফিকের মধ্যে পার্থক্য
রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: যখন মুমিন বান্দা অসুস্থ হয় অতঃপর সুস্থ হয়ে যায়, তখন তার অসুস্থতা তার অতীতের গুনাহের কাফফারা এবং ভবিষ্যতের জন্য উপদেশ হয়ে যায়, পক্ষান্তরে যখন কোন মুনাফিক অসুস্থ হয় অতঃপর সুস্থ হয়ে যায়, সে n‡jv