Book Name:Maut Ka Akhri Qasid
ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আল্লাহ পাক ঐ সমস্ত লোকদের শাস্তি দিতে লজ্জাবোধ করেন যারা তার জানাযা wb‡q চলে, যারা এর পেছনে চলে এবং যারা তার জানাযার নামায আদায় করে। (ফিরদাউসুল আখবার, ১/282, nvw`m নং: ১১০৮) (২) Òমু'মিন বান্দার মৃত্যুর পর me©cÖ_g পুরস্কার হলো, তার জানাযায় অংশগ্রহণকারী সকলকে ক্ষমা করে দেওয়া হবে। (মুসনাদুল বাযযার, ১১/86, হাদিস নং: ৪৭৯৬) * জানাযায় আল্লাহ পাকের সন্তুষ্টি, ফরয আদায়, মৃত ব্যক্তি ও তার আত্মীয় স্বজনের gb Lywk করা ইত্যাদি fv‡jv fv‡jv নিয়্যত সহকারে অংশগ্রহন করা উচিৎ * জানাযার সাথে যাওয়ার সময় নিজের পরিণতির কথা ভাবতে থাকুন যে, আজকে যেমনিভাবে তাকে wb‡q যাচ্ছে, তেমনিভাবে একদিন আমাকেও wb‡q যাওয়া হবে, যেমনিভাবে তাকে মাটির নিচে দাফন করা হবে, ঠিক তেমনি আমাকেও দাফন করে দেওয়া হবে। এভাবে চিন্তাভাবনা করা ইবাদত ও mvIqv‡ei কাজ। * জানাযার লাশবাহী খাটকে কাঁধে নেয়া mvIqv‡ei কাজ, nvw`‡m পাকে বর্ণিত i‡q‡Q: Òযে জানাযার লাশবাহী খাট wb‡q চল্লিশ কদম চলবে তার চল্লিশটি কবীরা গুনাহ মুছে দেয়া হবে।" অন্য একটি nvw`m শরীফে বর্ণিত রয়েছে, Òযে জানাযার চার পায়া কাঁধে নেয় আল্লাহ্ পাক তাকে চিরস্থায়ী ক্ষমা করে দিবেন।Ó
(জুহুরা, ১৩৯ পৃ:, দুররে মুখতার, ৩য় খন্ড, ১৫৮, ১৫৯ পৃ:, বাহারে শরীয়ত, ১ম খণ্ড, ৮২৩ পৃ:)
ঘোষণা
জানযার অবশিষ্ট বিধান শিখানোর nvjKvq বয়ান করা হবে অতএব সেগুলো জানতে শিখানোর হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم Avcb ingZc~Y© হাতে তাকে কবরে রাখছেন।