Book Name:Maut Ka Akhri Qasid
* হযরত ফুযাইল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? সে বলল: ৬০ বছর, তিনি বললেন: ৬০ বছর যাবত তুমি তোমার রবের দিকে সফর করছো, শীঘ্রই তুমি তাঁর সান্নিধ্যে পৌঁছবে। (লাতায়িফুল মুআরিফ, পৃষ্ঠা: ৪০৫) * সাহাবীয়ে রাসূল হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: তোমার জীবন হলো দিনের সমষ্টি, যখন একদিন অতিবাহিত হলো, তোমার জীবনের একটি অংশ পূর্ণ হলো। (লাতায়িফুল মুআরিফ, পৃষ্ঠা: ৪০৫) জনৈক জ্ঞানী ব্যক্তি বলেন: একজন মানুষ কিভাবে এই পৃথিবীতে সুখী হতে পারে, অথচ এখানে দিন মাসকে, মাস বছরগুলোকে, বছর জীবনকে নিঃশেষ করে দিচ্ছে। (লাতায়িফুল মুআরিফ, পৃষ্ঠা: ৪০৬)
৫৪ bs নেক আমলের প্রতি উৎসাহ প্রদান
প্রিয় ইসলামী fvB‡qiv! মৃত্যুর স্মরণ ü`‡q ধারণ করতে, কবর ও পরকালের প্রস্তুতি নিতে এবং নেক নামাযী হওয়ার সৌভাগ্য অর্জন করতে নবী প্রেমিকদের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত n‡q যান এবং ১২টি দ্বীনি কার্যক্রমে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। নেক আমল পুস্তিকার উপর আমল এবং মাদানী কাফেলায় সফর করুন। اِنْ شَآءَ الله আপনি আপনার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করবেন, যদি আল্লাহ cvK চান, আপনি দুনিয়ার প্রতি অনাসক্তির অমূল্য সম্পদ দ্বারাও সমৃদ্ধ হবেন এবং নৈতিকতা ও চরিত্রেরও উন্নতি সাধন হবে। اَلْحَمْدُ لِلّٰه শায়খে ZwiKZ আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নেক কাজ করার উপায় এবং পাপকর্ম থেকে বাঁচার পদ্ধতি সম্বলিত প্রশ্নোত্তর আকারে ৭২টি নেক আমল দান করেছেন, যার উপর আমল করে অতি সহজেই নিজেকে সৎ কাজের অনুসারী করতে পারবেন। সেই ৭২টি নেক আমলের মধ্যে ৫৪ নাম্বার নেক আমল হলো: আপনি কি আজকে (ঘরে বাইরে) ঠাট্টা-তামাশা উপহাস, মনে আঘাত দেয়া, অট্টহাসি দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করেছেন?
জানাযার নামাযের বিধান
প্রিয় ইসলামী fvB‡qiv, শায়খে ZwiKZ আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ 'র রচিত পুস্তিকা মৃত ব্যক্তির অনুশোচনা থেকে জানাযার নামাজের বিধান সম্পর্কে কিছু শ্রবণ করি: প্রথমে wcÖq bex صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم Gi দুটি evYx লক্ষ্য করুন: (১) যখন কোন জান্নাতী