Book Name:Maut Ka Akhri Qasid
যে, এই জীবন চিরস্থায়ী ছিল না, এর সাথে অন্তরঙ্গতা পরকালীন জীবনের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
(Zvdmx‡i খাযাইনুল-ইরফান, চতুর্থ পারা, সূরা আলে ইমরান, ১৮৫ নং আয়াতের টীকা, পৃষ্ঠা: ১৪৮)
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপদেশ
হযরত রাবী' ইবনে সাবিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমরা হযরত হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আরজ করলাম, আমাদেরকে উপদেশ w`b, তিনি বললেন, তোমাদের মধ্যে যে সুস্থ সবল রয়েছে, সে এক mgq অসুস্থ হয়ে পড়বে যা তাকে বিপদগ্রস্ত করবে। * তরুণদের কাছে বার্ধক্য আসবে যা তাকে ধ্বংস করে দেবে * এবং বৃদ্ধের কাছে মৃত্যু চলে আসবে যা তাকে ধ্বংস করে দেবে * তুমি যা শুনছ পরিণতি কি তাই নয়? * আগামীকাল কি দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হবে না? * মানুষ কি তার পরিবার পরিজন ও ধন সম্পত্তি থেকে দূর হবে না? * আগামীকাল কি মানুষকে কাফনে মুড়ানো হবে না? * সে কি আগামীকাল কবরে থাকবে না? * যাদের জন্য সে কষ্ট করতো তাদের অন্তর থেকে কি তার স্মৃতি মুছে যাবে না? হে মানুষ! যখন মৃত্যু সন্নিকটে চলে আসবে তখন তুমি কাউকে স্বাগত জানাতে পারবে না, কারো সাথে সাক্ষাৎ করতে যেতে পারবে না, কারো সাথে কথা বলতে পারবে না, তোমাকে ডাকা হবে, কিন্তু তুমি কোন উত্তর দিতে পারবে না, নিশ্চয়ই তোমার জন্য শহর জনশূন্য হয়ে গেছে, তোমার চোখ তা অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করবে? আত্মা উড়ে গেছে? তোমার সন্তানরা অন্যদের করুণায় রয়ে গেছে। (হিলয়াতুল আউলিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩৩১ সংখ্যা: ৮৮১২)
উত্তরাধিকার সম্পদ বিলাসিতা নয়, বরং শিক্ষনীয় বস্তু
হযরত উমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর শেষ খুতবায় বলেন, হে লোক সকল! তোমাদের কাছে যে ধন সম্পদ আছে তা মৃতদের পরিত্যক্ত সম্পত্তি, অবশেষে তোমরাও তা এখানে রেখে যাবে, তোমরা কি জানো না যে, প্রতিদিন সকাল-সন্ধ্যায় এই পৃথিবী ছেড়ে যাওয়া ব্যক্তিদের জানাযার পেছনে পেছনে তোমরা চলো, তোমরা তাকে কবরের গহীন গর্তে একাকী রেখে আসো, যেখানে কোন বিছানা নেই, নেই কোন বালিশ, মৃত ব্যক্তি তার সমস্ত সম্পত্তি দুনিয়াতেই রেখে যায়, বন্ধুদের থেকে পৃথক হয়ে মাটিকে তার আবাসস্থল করে নেয়, হিসাবের মুখোমুখি হয়, তার মুখাপেক্ষী হয় যা সে c~‡e©