Book Name:Maut Ka Akhri Qasid
ব্যক্তি কীভাবে اَہْلِ
اِعْتِبَار (অর্থাৎ শিক্ষা গ্রহণকারী) হয়? তদুত্তরে তিনি বললেনঃ যখন সে দুনিয়ার প্রতিটি বস্তুর পরিণতির দিকে দৃষ্টিপাত করবে এবং চিন্তাভাবনা করবে যে, অচিরেই এ সবকিছুর পতন ঘটবে, এবং এ সবকিছুর মালিককেও খুব শীঘ্রই কবরে দাফন করা হবে।
* হযরত হাতেম আসাম সালিহ رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন: যার ঘর থেকে জানাযা বের হয় অথচ সে তা থেকে শিক্ষা গ্রহণ করে না, এমন ব্যক্তিকে জ্ঞান, প্রজ্ঞা ও উপদেশ কোন উপকার সাধন করতে পারে না।
(তাম্বিহুল মুগতাররীন পৃষ্ঠা: ৫৭)
জাহান্নামের তাপ কিভাবে সহ্য করবো?
আল্লাহর নবী হযরত দাউদ عَلَیْہِ السَّلَام অত্যন্ত খোদাভীরু ছিলেন, একদিন তিনি একটি তাবার পাশ দিয়ে অতিক্রম করলেন, তাতে আগুন জ্বলছিল। এটা দেখে তার জাহান্নামের উত্তপ্ত আগুনের কথা মনে পড়ে গেল, তার হৃদয় আতঙ্কিত হয়ে উঠলো, অস্থির অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এবং এত পরিমাণে ছটফট করতে লাগলেন যে, মনে হচ্ছিল অচিরেই তার জোড়াগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে * গরমকালে হযরত দাউদ عَلَیْہِ السَّلَام রৌদ্রে আসলে বলতেন: হে আল্লাহ! তোমার সৃষ্ট সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের তাপ কিভাবে সহ্য করব? (তাম্বিহুল মুগতাররীন, পৃষ্ঠা: ৫৭)
প্রতিটি ঘর শিক্ষার চিহ্ন
হযরত সায়েব আবদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন হযরত সালেহ মুরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাদের wbKU আসলেন, আমি জিজ্ঞেস করলাম: হে আবু বাশার! আপনি কোথা থেকে এসেছেন? তিনি বললেন: আমি আমার বাড়ি থেকে n‡q বিভিন্ন জায়গা থেকে ঘুরে Avcbv‡`i কাছে এসেছি, আমি যখন অমুকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তার বাড়ি আমাকে ডেকে বলল: হে সালেহ! আমার কাছ থেকে উপদেশ গ্রহণ কর! অমুক অমুক লোকেরা আমার মাঝে বসবাস করত, এখন তারা ইন্তেকাল করেছে। অতঃপর যখন অমুকের বাড়িতে পৌঁছলাম, তখন সেই বাড়িটিও আমাকে (নীরব ভাষায়) ডেকে বললো, হে সালেহ! আমার কাছ থেকে উপদেশ গ্রহণ K‡iv! অমুক লোকেরা আমার মাঝে বসবাস করত, এখন তারা সব মাটিতে সমাহিত। হযরত আবু সায়েব আবদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ