Maut Ka Akhri Qasid

Book Name:Maut Ka Akhri Qasid

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

শিক্ষা গ্রহণের প্রতি উৎসাহ প্রদান

          ‡n AvwkKv‡b ivm~j! পবিত্র KziAvb আমাদেরকে cÖwZwU RvqMvq শিক্ষা গ্রহণের প্রতি উৎসাহিত করেছে| পারা ১৮, সূরা নূর৪৪ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

یُقَلِّبُ اللّٰہُ الَّیۡلَ وَ النَّہَارَ ؕ   اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً   لِّاُولِی  الۡاَبۡصَارِ

কানযুল ইরফানের অনুবাদ: আল্লাহ রাত দিনের আবর্তন ঘটান, অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে

    পারা 30, সূরা নাযিয়াতে ফেরাউন এবং তার লস্করদের ডুবে যাওয়ার ঘটনা উল্লেখ করার পর ইরশাদ করেন,

اِنَّ  فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً  لِّمَنۡ  یَّخۡشٰی

(cviv: 30, m~iv bvwhqvZ, AvqvZ: 26)

কানযুল ইরফানের অনুবাদ: যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে

 

    اَللهُ اَكْبَرُ! খোদাভীরু, اولی الابصار (তথা চিন্তা ভাবনায় নিমগ্ন ব্যক্তি, শিক্ষামূলক দৃষ্টি সম্পন্ন e¨w³eM©) আল্লাহর নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ K‡i, দিন এলো, চলে গেল, সূর্যোদিত হলো , অস্ত গেল, রাত এলো, কেটে গেল, তারকারাজি প্রজ্জ্বলিত হলো, অস্ত গেল, এই সবকিছু  এবং মহাবিশ্বের প্রতিটি কণা একটি স্পষ্ট গ্রন্থ, এতে আমাদের জন্য রয়েছে উপদেশ শিক্ষা| হায়! আমরা খোদাভীরু , শিক্ষা গ্রহণকারী, اولی الابصار (অর্থাৎ চিন্তা ভাবনায় নিমগ্ন ব্যক্তি, শিক্ষনীয় দৃষ্টি নিক্ষেপকারী) n‡q †hZvg|

শিক্ষনীয় দৃষ্টি m¤ú‡K© AvDwjqv‡q কেরামদের বাণী

    হযরত সুফিয়ান সাওরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে ব্যক্তি দুনিয়ার দিকে শিক্ষনীয় দৃষ্টিতে তাকাবে এবং চিন্তাভাবনা করবে, সে অধিকতর সৎকর্ম করতে সফল হবে * হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে এই অবিনশ্বর পৃথিবীর দিকে শিক্ষনীয় দৃষ্টিতে তাকায় না, পরকালের চিন্তাভাবনা করে না, তার সৎকাজ অল্প এবং অন্তর পর্দার আড়ালে থাকে * হযরত হাতেম আসাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট একটি প্রশ্ন করা হলো: একজন