Book Name:2 Khatarnak Bhediya
شُحّ ও ঈমান একটি অন্তরে জড়ো হতে পারে না
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: شُحّ (অর্থাৎ সম্পদের অত্যধিক ভালোবাসা) ও ঈমান, কারো অন্তরে জড়ো হতে পারে না।
(নাসায়ি, কিতাবুজ জিহাদ, পৃষ্ঠা: ৫০৫, হাদীস: ৩১০৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা শুরুতে হাদীসে মুবারকা শুনেছি, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ২টি বিষয়কে দ্বীনের জন্য খুবই ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেছেন, সেগুলোর মধ্যে অন্যটি হলো: খ্যাতি বাসনা অর্থাৎ নিজের পদবী ও মর্যাদা এবং সম্মান ও সুনামের ভালোবাসা।
খ্যাতির বাসনা সম্পদের ভালোবাসার চেয়েও অধিক ক্ষতিকারক
ওলামায়ে কেরাম বলেন: খ্যাতি বাসনা (অর্থাৎ পদবী ও সম্মানের ভালোবাসা) সম্পদের ভালোবাসার চেয়েও বেশি ক্ষতিকর, সম্পদ হলো ঐ জিনিস, যার জন্য লোক দ্বারে দ্বারে ধাক্কা খায়, সম্পদ অর্জনের জন্য নিজের সময়, নিজের শক্তি, ঘর বাড়ির বিচ্ছেদ সবকিছু সহ্য করে থাকে এবং খ্যাতি বাসনা (অর্থাৎ পদবী ও সম্মানের ভালোবাসা) এমন জিনিস যার জন্য রক্ত ঘাম ঝড়াতে হলে তো মানুষ দ্বিধাবোধ করে না বরং দুনিয়ার মিথ্যা ও উপকারহীন সম্মান পাওয়ার জন্য পানির মতো টাকা খরচ করে থাকে। আমাদের সমাজে এরকম কতো লোক আছে যারা শুধুমাত্র সস্তা প্রসিদ্ধির জন্য ঘুরে বেড়ায়, আজকাল সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগ, মানুষ খাতির লাভের জন্য জগন্য জগন্য কাজ করছে, অহেতুক বরং গুনাহভরা অডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড (Upload) করছে, সেলফি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া ও প্রসিদ্ধ (Famous) হওয়ার ফাঁদে পড়ে এমন এমন কাজ করে বসে যে, আল্লাহ পাকের পানাহ...!!
পারা: ২০, সূরা ক্বসাস, আয়াত: ৮৩ তে আল্লাহ পাক ইরশাদ করেন: