Book Name:2 Khatarnak Bhediya
হাদীসে পাকের সারাংশ হলো যে, উদাহরণস্বরুপ ছাগলের একটি পাল, তাদের রাখাল বা মেষপালক (Shepherd) কোথাও চলে গেলো, ছাগলগুলো সম্পূর্ণ একা, নিঃস্ব ও অসহায়, এহেন অবস্থায় ২টি নেকড়ে যারা খুবই ক্ষুধার্ত, তারা যদি ছাগলের ঐ পালের উপর হামলা করে তাহলে কি পরিমাণ ক্ষতি করবে? খেতে চাইলে তো একটা নেকড়ে একটা ছাগল খেয়ে ফেলতে পারবে কিন্তু ছাগলের রাখাল উপস্থিত নেই, নেকড়েদের কোন ভয় নেই, তারা একেবারে নির্ভয়ে ছাগলের উপর হামলা (Attack) করবে, না জানি কয়টি ছাগলকে আঘাত করে বসে আর জানিনা হয়তো কতটি ছাগলের প্রাণ নিয়ে নেয়।
মোটকথা এরা ক্ষুধার্ত নেকড়ে! ছাগলের পালের উপর যতটুকু ক্ষতিসাধন করবে, যতটুকু ক্ষয়ক্ষতি হবে, জান ও মালের (অর্থাৎ সম্মান ও মর্যাদার) ভালোবাসা হলো ঐ ভয়ঙ্কর নেকড়ে, যা ঐ ক্ষুধার্ত নেকড়ের চেয়েও অনেকগুণ বেশি মানুষের দ্বীনের ক্ষতিসাধন করে থাকে।
اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! গভীর মনোযোগ দিন! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কতো সুন্দর উদাহরণ (Example) দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে, হে আমার গোলামরা! হে আমার উম্মতেরা! সম্পদের ভালোবাসা এবং সম্মান ও পদবীর আকাঙ্খা তোমাদের দ্বীন ও ঈমানের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা তোমাদেরকে দুনিয়া ও আখিরাত ধ্বংস করে দিবে, সুতরাং এ থেকে বাঁচতে থাকো!!
সম্পদ ও পদবীর ভালোবাসা অন্তরে বিভ্রান্তি সৃষ্টি করে
একটি হাদীসে পাকে রয়েছে: ধন - সম্পদের প্রতি ভালোবাসা ও মান - মর্যাদার আকাংঙ্খা অন্তরের মধ্যে এমন কপটতা সৃষ্টি করে, যেমনটি পানি সবজি (Vegetable) জন্মায়। (আয যাওয়াজির আন ইকতিরাফিল কাবায়ির, আলকাবিরাতুছ ছা’লেছা ওয়াল খামসুন বা’দাল মায়িতিন, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৪)
আল্লাহ পাক আমাদেরকে খ্যাতির কামনা ও ধন-সম্পদের ভালোবাসা থেকে রক্ষা করো। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্পদের ভালোবাসার ক্ষতির বর্ণনা
ওলামায়ে কেরামগণ বলেন: সম্পদের ভালবাসার দু’টি অবস্থা রয়েছে;
সম্পদের ভালোবাসার প্রথম অবস্থা: মন্দ লালসা
এক অবস্থা হলো যে, মানুষের অন্তরে সম্পদের অত্যাধিক ভালোবাসা থাকে, বান্দা চায় যে, আমি রাতারাতি বড়লোক হয়ে যাই, আমি ফ্যাক্টরীর (Factories) মালিক হই, প্রাসাদ, বাংলো হোক, ব্যাংক ব্যালেন্স (Bank Balance) হোক, বড় বড় গাড়ির মালিক হই কিন্তু