2 Khatarnak Bhediya

Book Name:2 Khatarnak Bhediya

আহ! এর সাথে সাথে জীবন ফুরিয়ে যেতে থাকে। এদিকে সিন্দুক পূর্ণ হতে থাকে, অপরদিকে হায়াত শেষ হয়ে যায়।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্পদের ভালোবাসার আরেকটি অবস্থা: شُحّ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সম্পদের ভালোবাসার আরও একটি দিক রয়েছে, এটাকে شُحّ বলা হয়। আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:

وَ مَنۡ یُّوۡقَ شُحَّ نَفۡسِہٖ  فَاُولٰٓئِکَ ہُمُ  الۡمُفۡلِحُوۡنَ

(পারা: ২৮, সূরা হাশর, আয়াত: ৯)              কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যাকে আপন প্রবৃত্তির লোভ থেকে রক্ষা করা হয়েছে সুতরাং তারাই সফলকাম।

 

          شُحّ দ্বারা উদ্দেশ্য হলো বান্দার সম্পদের ভালোবাসায় এতটুকু অগ্রসর হওয়া যে, হালাল হারামের পার্থক্যও রাখে না, অর্থাৎ এই স্তরে এসে সম্পদের ভালোবাসায় লোভের পরিবর্তে তা লালসায় পরিণত হয়ে যায়, এখন বান্দা চায় যে, ব্যস সম্পদ আসুক, এর জন্য সুদের লেনদেনও করে, ঘুষও খায়, ওজনেও কম দেয়, অন্যকেও ধোঁকা দেয়, মোটকথা; এর শুধু সম্পদ প্রয়োজন হয়, হারাম পদ্ধতিতে আসছে নাকি হালাল পন্থায়, এটার কোন তোয়াক্কা সে করে না। অন্তরে সম্পদের ভালোবাসা যদি এমনভাবে বেড়ে যায়, তবে একে شُحّ বলে থাকে।

(মাজমু রসায়িল ইবনে রজব হাম্বলী, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৯)

          شُحّ থেকে বেঁচে থাকো, কেননা এটি পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে সাহাবি ইবনে সাহাবি হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا হতে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: شُحّ (অর্থাৎ সম্পদের অত্যধিক ভালোবাসা) থেকে বেঁচে থাকো! কেননা এটি তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে। شُحّ (অর্থাৎ সম্পদের অত্যধিক ভালোবাসা) তাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রতি উদ্ভুদ্ধ করছে, তখনতারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তা তাদেরকে কৃপণতার প্রতি উদ্ভুদ্ধ করছে, তখন তারা কৃপণতা করেছে, সম্পদের এই অত্যধিক ভালোবাসা তাদেরকে গুনাহের প্রতি উদ্ভুদ্ধ করছে, তখন তারা গুনাহের চোরাবালিতে গিয়ে পড়েছে (মুসনদে আহমদ, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫২৮, হাদীস: ৬৬৪৩) মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে: شُحّ (অর্থাৎ সম্পদের অত্যধিক ভালোবাসা) তোমাদের পূর্ববর্তীদের হত্যার  প্রতি উদ্ভুদ্ধ করছে, তখন তারা হত্যা করেছে আর হারামকে হালাল সাব্যস্ত করতে লাগলো।

(মুসলিম, কিতাবুল বার ওয়াস সিলাহ, পৃষ্ঠা: ১০০০, হাদীস: ২৫৭৮)