2 Khatarnak Bhediya

Book Name:2 Khatarnak Bhediya

 

 

 

 

হাঁচির সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہর পুস্তিকা ১০১ মাদানী ফুলথেকে হাঁচির সুন্নাত ও আদব শ্রবণ করি:

          প্রথমে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর দু’টি বাণী লক্ষ্য করুন: * আল্লাহ পাক হাঁচি পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন। (বুখারী, ৪র্থ খন্ড, ১৬৩ পৃষ্ঠা, হাদীস নং: ৬২২৬) * যখন কারো হাঁচি আসে আর সে اَلْحَمْدُ لِلّٰه বলে তখন ফেরেশতাগণ رَبِّ الْعٰلَمِیْنَ বলে। যদি সে رَبِّ الْعٰلَمِیْنَ বলে, তবে ফেরেশতাগণ বলেন: আল্লাহ পাক তোমার উপর দয়া করুক। (আল মুজামুল কবীর, ১১তম খন্ড, ৩৫৮ পৃষ্ঠা, হাদীস নং- ১২২৮৪) * হাঁচি দেয়ার সময় মাথা নিচু করে নিন, মুখ ঢেকে নিন এবং আস্তে আওয়াজ করুন, হাঁচির আওয়াজ বৃদ্ধি করা বোকামী। (রদ্দুল মুখতার, ৯ম খন্ড, ৬৮৪ পৃষ্ঠা) * হাঁচি আসলে اَلْحَمْدُ لِلّٰه বলা উচিত, তবে উত্তম হলো اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ বলা।

 

ঘোষণা

          হাঁচির অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং তা জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহন করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

        বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم