2 Khatarnak Bhediya

Book Name:2 Khatarnak Bhediya

তখন আল্লাহ পাকের সাথে করা সকল ওয়াদা ভুলে যায়, সম্পদ দ্বারা গরীব, অসহায়দের সাহায্য করা তো দূরের কথা তাদেরকে ভালো নজরে দেখাও পছন্দ করে না। মনে রাখবেন! কুরআনে করীমে এই আচরণকে মুনাফিকদের আচরণ বলে আখ্যায়িত করা হয়েছে এবং নিশ্চয় এটি সত্যিকার মুসলমানের আদর্শ (Character) হতে পারে না। (তাফসীরে সিরাতুল জিনান, পারা: ১০, সূরা তাওবা, আয়াতের ব্যাখ্যা: ৭৭, খন্ড: ১০, পৃষ্ঠা: ৪৮৮) আহ! ধন ও সম্পদের ভালোবাসার পরিবর্তে যেনো আমাদের নবীপ্রেমের দৌলত নসীব হয়ে যায়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্পদ সামনে পাঠিয়ে দিন...!!

          হাদীসে পাকে রয়েছে: একদা এক ব্যক্তি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর দরবারে উপস্থিত হলো, আরয করলো: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার কী হলো যে, আমি মৃত্যুকে পছন্দ করছি না (অর্থাৎ আমার অন্তর দুনিয়ার দিকে ধাবিত, আমি আমার অন্তরকে পরকালের দিকে কম ধাবিত দেখছি আর মৃত্যু যেটা জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা, আমি এই মৃত্যু পছন্দ করছি না) নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তোমার কি সম্পদ আছে? বলল: জি হ্যাঁ! ইরশাদ করলেন: নিজের সম্পদ (পরকালের জন্য সদকা ও খয়রাত করে) সামনে পাঠিয়ে দাও! কেননা মানুষের অন্তর নিজের সম্পদের সাথে থাকে, যদি সে নিজের সম্পদ সামনে পাঠিয়ে দেয় (অর্থাৎ সদকা ও খয়রাত করে দেয়) তবে তার সাথে সাক্ষাত করতে চায় আর যদি সম্পদ রেখে যায় তবে তার সাথে পেছনে থাকতে চায়

(আয যুহদ লি ইবনুল মুবারক, খন্ড: ৫, পৃষ্ঠা: ২২৪, হাদীস: ৬৩৪)

 

সম্পদ তো জমা করেছো কিন্তু...!!

          একবার কোন নেককার বুযুর্গের খিদমতে আরয করা হলো: অমুক ব্যক্তি সম্পদ জমা করছে। আল্লাহ পাকের নেককার বান্দা খুবই সুন্দর কথা বললেন: সে তো সম্পদ জমা করছে, ঐ সম্পদ জমা করার জন্য কি দ্বীনও জমা করছে। (মাজমু রসায়িল ইবনে রজব হাম্বলী, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৫)

          এটাই হলো বাস্তবতা (Reality), সম্পদ যতক্ষণ আমাদের নিকট থাকবে, যদিওবা সিন্দুক পূর্ণ থাকুক না কেনো, আমরা কোটি টাকার মালিক হই না কেনো, এই সম্পদ আমাদের কোন উপকারই দিতে পারে না, সম্পদের উপকার তখনই হবে যখন লোক তা ব্যয় করবে আর সম্পদ ব্যয় করার জন্য সময় প্রয়োজন, জীবন প্রয়োজন! নিশ্বাস বাকী থাকলেই মানুষ সম্পদ দ্বারা উপকৃত হতে পারে কিন্তু অবস্থা এমন যে, মানুষ সম্পদের পেছনে দৌড়ায়, টাকা টাকা করে সম্পদ জমা করে, তার সিন্দুকে সম্পদ পূর্ণ হতে থাকে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে থাকে কিন্তু