2 Khatarnak Bhediya

Book Name:2 Khatarnak Bhediya

          ছালাবা এইবারও বুঝতে পারলো না, সে তৃতীয়বার আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! দোয়া করুন! আল্লাহ পাক যেনো আমাকে সম্পদ দান করেন। এইবার রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হাত উঠিয়ে দিলেন! দোয়া করলেন: اَللّٰہُمَّ ارْزُقْہُ مَالًا অর্থাৎ অর্থাৎ হে আল্লাহ! ছালাবাকে সম্পদ দান করো।

          اَللهُ اَكْبَرُ! এগুলো সেই হাত, যা আল্লাহ পাক কখনো খালি ফেরত দেন না, এইউপমাহীন যবান থেকে নির্গত দোয়া রহিত হয় না। বর্ণনায় রয়েছে: দোয়ায়ে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর বরকতে ছালাবা একটি ছাগল পেলো, অতঃপর সেটার বাচ্চা হলো, বাচ্চাগুলোর মধ্যে বিস্ময়করভাবে বৃদ্ধিলাভ হতে লাগলো।

          আহ! সম্পদের ভালোবাসা...!! ছালাবা পূর্বে পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে পড়তো, এখন ছাগল বেড়ে গেলো, সেগুলোর দেখাশুনার করতে সময় লাগছে, এখন ছালাবা দিনের (যোহর, আসর) তো নামায মসজিদেই পড়তো কিন্তু রাতের নামাযে উপস্থিত হতো না, অতঃপর ছাগল আরও বৃদ্ধি পেলো, ছালাবার দিনের নামাযও ছুটে যাওয়া শুরু হলো, ছালাবা এখন শুধুমাত্র জুমার জুমা পড়তেই মসজিদে উপস্থিত হতো, এরপর ছাগলের সংখ্যা আরও বৃদ্ধি পেলো, মদীনা মুনাওয়ারায় ছালাবার যেই ঘর বা ছাগল রাখার যেই খোয়াড় ছিলো, সেখানে সংকুলান হচ্ছে না, ছালাবা শহর থেকে দূরে জায়গা কিনলো, ছাগলগুলো নিয়ে সেখানে চলে গেলো, এখন জুমার নামাযে উপস্থিত হওয়াটাও ছুটে গেলো, এমনকি কারোইন্তেকাল হলে ছালাবা জানাযায়ও অংশগ্রহন করতো না।

          কিছুদিন পর যাকাতের হুকুম অবতীর্ণ হলো, নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কাউকে পাঠালেন যাও! ছালাবার কাছ থেকেও যাকাত সংগ্রহ করো...!! সেই সাহাবি رَضِیَ اللهُ عَنْہُ ছালাবার নিকট গেলো, আল্লাহ পাকের বিধান শুনালেন, ছালাবাকে সম্পদের যাকাত বের করতে বললেন, কিন্তু আফসোস! সম্পদের ভালোবাসা ছা’লাবার অন্তরে গেঁথে গিয়েছিলো, ঐ ছালাবা. যে ওয়াদা করেছিলো; আল্লাহ পাক সম্পদ দান করলে তবে আমি সেগুলোর হক আদায় করবো, সেই ছালাবা যাকাতের বিধানের কথা শুনে মাথায় হাত দিয়ে বলল: এটা তো টেক্স। এ বলে ছালাবা যাকাত দিতে অস্বীকার করলো। এরই পরিপেক্ষিতে কুরআনে করীমের এই আয়াতে করীমা অবতীর্ণ হলো:

(তাফসীরে মুসতাদরাক, পারা: ১০, সূরা তাওবা, আয়াতের ব্যাখ্যা: ৭৫-৭৬, খন্ড: ৪, পৃষ্ঠা: ৭৭-৭৮)

وَ مِنۡہُمۡ مَّنۡ عٰہَدَ اللّٰہَ  لَئِنۡ اٰتٰىنَا مِنۡ فَضۡلِہٖ  لَنَصَّدَّقَنَّ
وَ لَنَکُوۡنَنَّ مِنَ الصّٰلِحِیۡنَ (۷۵) فَلَمَّاۤ  اٰتٰہُمۡ مِّنۡ  فَضۡلِہٖ بَخِلُوۡا بِہٖ
وَ تَوَلَّوۡا وَّ ہُمۡ  مُّعۡرِضُوۡنَ (۷۶)