2 Khatarnak Bhediya

Book Name:2 Khatarnak Bhediya

এমন হয় তো এই আয়াত থেকে শিক্ষা গ্রহন করা এবং দ্রুত খ্যাতি বাসনার বিপদ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। মনে রাখবেন! খ্যাতি বাসনার রোগ দুনিয়াবি নিয়ামতরাজি থেকে বঞ্চনার শিকার হয়ে থাকে, এর কারণে কপটতা বৃদ্ধি পায়, এমন লোক অন্তরের নুরানিয়্যত থেকে বঞ্চিত হয়ে যায় এবং তার দ্বীনে ক্ষতিসাধন হয় আর এর পাশাপাশি এমন লোক অপদস্ত ও লাঞ্চিত, অন্তরের প্রশান্তি নষ্ট ও একনিষ্টতার দৌলত থেকে বঞ্চিত হওয়ার সম্মুখিন হতে পারে।

(তাফসীরে সিরাতুল জিনান, পারা: ৪, সূরা আলে ইমরান, আয়াতের ব্যাখ্যা: ১৮৮, খন্ড: ২, পৃষ্ঠা: ১১৬-১১৭)

 

আখিরাতে দোষ ত্রুটির প্রচার হবে

          হযরত জুনদুব رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে শোনাতে চাইবে, আল্লাহ পাক তাকে শুনতে দিবে আর যে দেখাতে চাইবে, আল্লাহ পাক তাকে দেখিয়ে দিবেন।

(বুখারী, কিতাবুর রিক্বাক্ব, বাবুর রিয়া ওয়াশ সুমআত, ১৫৯৬ পৃষ্ঠা, হাদীস: ৬৪৯৯)

          প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের আলোকে বলেন: অর্থাৎ যে কোন ইবাদত মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য করবে, তবে আল্লাহ পাক দুনিয়ায় অথবা আখিরাতে তার আমল মানুষের নিকট প্রকাশ করে দিবেন কিন্তু সম্মানের সাথে নয় বরং অপমানের সাথে, কেননা লোক তার আমলের কথা শোনে তার উপর রাগান্বিত হবে।

(মিরাতুল মানাজিহ, খন্ড: ৭, পৃষ্ঠা: ১২৯)

 

খ্যাতির বাসনা দ্বীনকে ধ্বংস করে দেয়

          হে আশিকানে রাসূল! খ্যাতি বাসনা অর্থাৎ সম্মান ও প্রসিদ্ধির আকাঙ্খা খুবই মন্দ স্বভাব, আমাদেরকে খ্যাতি বাসনা থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়া হয়েছে, অবশ্য! যদি আল্লাহ পাক কোন ব্যক্তিকে স্বয়ং নিজে কাউকে প্রসিদ্ধি দান করেন, তার অন্তরে প্রসিদ্ধ হওয়ার আকাঙ্খা না থাকে, তবে এতে কোন সমস্যা নেই, হ্যাঁ! এরকম ব্যক্তিরও উচিত যে, খ্যাতি বাসনার বিপদে কখনো পতিত না হওয়া বরং স্বয়ং নিজেকে আল্লাহ পাকের গোপন সিদ্ধান্তের ব্যাপারে ভয় প্রদর্শন করাতে থাকা। হযরত বিশর হাফি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি এমন কোন ব্যক্তির ব্যাপারে জানিনা, যে নিজের খ্যাতির বাসনা করে আর তার দ্বীন ধ্বংস ও নিজে অপদস্ত হয়নি।

(ইহয়াউল উলুম, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৩৯)

          আল্লাহ পাক আমাদেরকে খ্যাতি বাসনা ও সম্পদের ভালোবাসা এবং এরূপ অন্যান্য অভ্যন্তরীণ ব্যধিসমূহ থেকে নিরাপত্তা দান করো

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم