2 Khatarnak Bhediya

Book Name:2 Khatarnak Bhediya

সম্পদের এই মন্দ ভালোবাসার কারণে মানুষ হারামের দিকে হাত বাড়ায় না, উদাহরণস্বরুপ নিজের আকাঙ্খা পূরণের জন্য ঘুষের লেনদেন করে না, সুদের দিকে অগ্রসর হয় না, চুরি করে না, ওজনে কম দেয় না, অন্যকে ধোঁকা দেয় না।

 

          মোটকথা; মানুষের অন্তরে সম্পদের ভালোবাসা তো আছেকিন্তু হারামের দিকে ধাবিতকারী ভালোবাসা নেই, এটাকে লালসা বলে। এটাও অনেক ক্ষতিকর বিষয়...!!

 

 

 

 

 

 

ছালাবা বিন আবু হাতিবের শিক্ষনীয় ঘটনা

          এখন একটি শিক্ষনীয় ঘটনা শ্রবণ করুন: একটা লোক ছিলো; ছালাবা বিন আবু হাতিব প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর খিদমতে উপস্থিত হতো, সে কলেমাও পড়েছিলো, ঈমানও এনেছিলো, মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর ইমামতিতে নামাযও পড়তো আর সে এতো পাক্কা নামাযী ও পরহেযগার ছিলো যে, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সে দিনরাত (অধিকাংশ সময়) মসজিদে নববী শরীফে উপস্থিত হতে থাকতো, এমনকি তার উপাধি حَمَّامَۃُ الْمَسْجِد (অর্থাৎ মসজিদের কবুতর) হয়ে গেলো।

(তাফসীরে নঈমী, পারা: ১০, সূরা তাওবা, আয়াতের ব্যাখ্যা: ৭৫-৭৬, খন্ড: ১০, পৃষ্ঠা: ৪৮২)

          ছালাবা আর্থিকভাবে খুবই গরীব ছিলো, একদিন সে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর দরবারে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! দোয়া করুন! আল্লাহ পাক যেনো আমাকে অঢল সম্পদ দান করেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: ছালাবা! তুমি কি এতে সন্তুষ্ট (Satisfied) নও যে, আমার আদর্শের উপর চলবে...!! আমি যদি চাইতাম তাহলে এই পাহাড় (স্বর্ণ রুপা হয়ে) আমার সাথে চলতো (কিন্তু আমি দুনিয়ার মাল ও দৌলত পছন্দ করিনি)

          ছালাবা এই বিষয়টি বুঝতে পারেনি, সে পুনরায় আরয করলো: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করুন যে, আল্লাহ পাক যেনো আমাকে প্রচুর সম্পদ দান করেন, আল্লাহ পাকের শপথ! আমি সম্পদ পেয়ে গেলে তবেআমি অবশ্যই এহক আদায় করবো। নবী করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: ছালাবা! সামান্য সম্পদ যেগুলোর তুমি কৃতজ্ঞতা আদায় করতে পারবে, তা অধিক থেকে উত্তম, যেগুলোর তুমি কৃতজ্ঞতা আদায় করতে পারবে না।