2 Khatarnak Bhediya

Book Name:2 Khatarnak Bhediya

رَضِیَ اللهُ عَنْہُ যদি অর্ধরাত ইবাদত করতেন তবে আরেকজন সারারাত, একজন যদি এক তৃতীয়াংশ কুরআন তিলাওয়াত করতেন তবে অপরজন অর্ধেক কুরআন তিলাওয়াত করতেন।

(তাফসীরে সিরাতুল জিনান, পারা: ২, সূরা বাকারা, আয়াতের ব্যাখ্যা: ১৪৮, খন্ড: ১)

 

          আহ! আমরা যেনো দুনিয়ার নয় আখিরাতের প্রত্যাশী হয়ে যাই, দুনিয়ায় যদি সম্মান পেয়েও গেলাম, খ্যাতি নসীবও হয়ে গেলো তবে এর পরিবর্তে যদি পরকালে বিপদে পড়তে হয় তো লাভ কি, এখানকার সবকিছু ধ্বংসশীল, কিছুদিনের জন্য, আহ! কিয়ামতের ঐ ভয়ংকর দিন...!! পূর্ববর্তী ও পরবর্তী সকলে উপস্থিত হবে, শাস্তির সম্মুখিন হবে, ঐ সময় যদি আমলনামা গুনাহে পূর্ণ দেখা যায় তবে ঐসময় যেই লজ্জা হবে, সেই লজ্জা ও তিরস্কার কি করবো...!! আহ! ঐসময় চেহারা কোথায় লুকাবো...? আহ! আমরা যেনো দুনিয়ার নয় বরং আখিরাতের সম্মানের প্রত্যাশী হয়ে যাই

 

 

 

 

 

 

 

বিনামূল্যের সংজ্ঞা

          পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১৮৮ ইরশাদ হচ্ছে:

لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ یَفۡرَحُوۡنَ بِمَاۤ اَتَوۡا وَّ یُحِبُّوۡنَ اَنۡ یُّحۡمَدُوۡا بِمَا لَمۡ یَفۡعَلُوۡا فَلَا تَحۡسَبَنَّہُمۡ بِمَفَازَۃٍ مِّنَ الۡعَذَابِ ۚ وَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ

(পারা: ৪, সূরা আলে ইমরান, আয়াত: ১৮৮)      কানযুল ঈমান থেকে অনুবাদ: কখনো ধারণা করবেন না তাদেরকে, যারা সন্তুষ্ট হয় আপন কৃতকর্মের উপর এবং চায় যে, কাজ করা ছাড়াই তাদের প্রশংসা করা হোক; এসব লোকদেরকে শাস্তি থেকে কখনো দূরে মনে করবেন না এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে।

 

          তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে: এই আয়াতের মধ্যে এজন্য শাস্তি বর্ণনা করা হয়েছে যে, খ্যাতি বাসনা অর্থাৎ সম্মান, প্রশংসা ও প্রসিদ্ধি অর্জনের আকাঙ্খায় নিমজ্জিত রয়েছে, যে চায় যে, লোকে আমাকে অনুসরণ করুক, প্রত্যেকের মুখে আমার প্রশংসা হোক, সকলে আমার সফলতার পরিচয় তুলে ধরুক, আমাকে প্রত্যেক জায়গায় সম্মানীত করা হোক, আমি আলিম নই, তবুও আমাকে আল্লামা সাহেব বলা হোক, আমাকে দেশ ও জাতীর সেবক, সমাজসেবক আখ্যায়িত করা হোক, লোকেরা নত হয়ে আমাকে সালাম করুক, আমার পরিচিতি (Introduction) উত্তম উপাধি দ্বারা করা হোক, এমন লোকদের উচিত যে, নিজের অন্তরের ব্যাপারে গভীরভাবে চিন্তাভাবনা করা, কখনো যেনো খ্যাতির বাসনা শিকার না হয়ে যায়, যদি