Book Name:2 Khatarnak Bhediya
(পারা: ১০, সূরা তাওবা, আয়াত: ৭৫-৭৬) কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং তাদের মধ্যে কিছু এমন লোক রয়েছে, যারা আল্লাহ্র সাথে অঙ্গীকার করেছিলো, ‘যদি তিনি আমাদেরকে আপন কৃপা থেকে দান করেন, তবে আমরা নিশ্চয় সাদক্বাহ দেবো এবং অবশ্যই ভাল মানুষ হয়ে যাব’। অতঃপর যখন আল্লাহ্ তাদেরকে আপন কৃপা থেকে দান করলেন, তখন তারা এ বিষয়ে কার্পণ্য করতে লাগলো এবং মুখ ফিরিয়ে উল্টে গেলো।
الله! الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা হলো সম্পদের ভালোবাসার কুফল...!! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ছা’লাবাকে বার বার বুঝিয়েছেন যে, ছা’লাবা! আমার আদর্শ অবলম্বন করো...!! ছা’লাবা! অল্প সম্পদ যেগুলোর তুমি কৃতজ্ঞতা আদায় করতে পারবে, সেগুলো অধিক সম্পদ থেকে উত্তম, যেগুলোর তুমি কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। কিন্তু ছা’লাবা বুঝতে পারলো না, সে দুনিয়ার সম্পদকেই পছন্দ করলো, আহ! সেই ছা’লাবা, যে দিনরাতের অধিকাংশ সময় মসজিদে কাটাতো, ঐ ছা’লাবা যাকে حَمَّامَۃُ الْمَسْجِد (অর্থাৎ মসজিদের কবুতর) বলা হতো, সম্পদের ভালোবাসা তার অন্তরে বাসা বাঁধলো, তার হৃদয় থেকে ঈমানের নুর উঠে গেলো আর তার অন্তরে মুনাফেকির আগুন জ্বলে উঠলো...!! আল্লাহ পাক ইরশাদ করেন:
فَاَعۡقَبَہُمۡ نِفَاقًا فِیۡ قُلُوۡبِہِمۡ اِلٰی یَوۡمِ یَلۡقَوۡنَہٗ
(পারা: ১০, সূরা তাওবা, আয়াত: ৭৭) কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর এর পেছনে আল্লাহ্ তাদের অন্তরে মুনাফিক্বী স্থাপন করলেন ওই দিন পর্যন্ত, যেটার সাথে তাদের সাক্ষাৎ হবে।
অর্থাৎ সম্পদের ভালোবাসার কারণে ছ ‘লাবা কৃপণতা করলো, যাকাত দিতে অস্বীকার করলো, সে ওয়াদা করেছিলো যে, আল্লাহ পাক আমাকে সম্পদ দান করলে তবে আমি সেগুলোর হক আদায় করবো, সে ওয়াদা ভঙ্গ করলো, আল্লাহ ও রাসূল থেকে মুখ ফিরিয়ে নিলো, তখন সে শাস্তির সম্মুখিন হলো যে, তার অন্তরে মুনাফিকি ছেঁয়ে গেলো।
(তাফসীরে নঈমী, পারা: ১০, সূরা তাওবা, আয়াতের ব্যাখ্যা: ৭৭, খন্ড: ১০, পৃষ্ঠা: ৪৮৮)
এই আয়াতে করীমার ব্যাখ্যায় তাফসীরে সিরাতুল জিনানে এসেছে: ছা’লাবার আচরণকে (Behavior) সামনে রেখে আমরা যেনো আমাদের অবস্থার প্রতি গভীর মনোযোগ দিই, আমাদের মধ্যেও অনেক লোক এমন রয়েছে, যাদের নিকট সম্পদ থাকে না, দারিদ্রতার জীবন অতিবাহিত করছে, তারা দোয়া করে: হে আল্লাহ পাক! আমাদেরকে সম্পদ দান করো, আমরা এই সম্পদের মাধ্যমে ভালো কাজ করবো, গরীবদের সাহায্য করবো, অসহায়দের সহায় হবো। কিন্তু আফসোস! যখন তারা সম্পদ াঅর্জন করে, তাদের দারিদ্রতা সম্পদশালীতে রুপান্তর হয়,