2 Khatarnak Bhediya

Book Name:2 Khatarnak Bhediya

নেক আমল নাম্বার ২৩ এর উৎসাহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজের মন থেকে সম্পদ ও পদবীর ভালোবাসা দূর করতে এবং ইশকে রাসূলের ভালোবাসা অর্জন করাতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলি হালকার ১২টি দ্বীনি কাজে অধিকহারে অংশগ্রহন করুন। মাদানী কাফেলায় সফর এবং নেক আমলের উপর আমল করুন। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہর প্রদানকৃত ৭২টি নেক আমলএর উপর আমল করার বরকতে নেকী করা সহজ হয়ে যাবে, এই ৭২টি নেক আমলএর মধ্যে একটি ২৩ নাম্বার নেক আমল হলো:আপনি কি আজকে নিজের ঘরে দরস দিয়েছেন? অথবা কোন অপারগতার কারণে আপনার অনুপস্থিতিতে ঘরে দরস হয়েছে?” এই নেক আমলের উপর আমলের বরকতে নিজের পরিবারের সদস্যদেরকে নেকীর দাওয়াত দেয়া এবং ঘরে দ্বীনি পরিবেশ সৃষ্টির যথেষ্ট সহায়তা হবে আর اِنْ شَآءَ الله  পুরো পরিবার দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত ও নেকীর রাস্তায় জীবন অতিবাহিত করবে।

 

নেক আমল (Naik Amal) মোবাইল এপ্লিকেশন

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নেককার হওয়া ও নেক আমল বৃদ্ধি করতে দাওয়াতে ইসলামীর  I.T ডিপার্টমেন্ট একটি মোবাইল এপ্লিকেশন চালু করেছে, যার নাম: নেক আমল (Naik Amal) এই এপ্লিকেশনটি নিজের মোবাইলে ইনস্টল করে নিন, এই এপ্লিকেশনে: ইসলামী ভাই, ইসলামী বোন ও শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা পুস্তিকা বিদ্যমান রয়েছে * এই এপ্লিকেশনটিকে ৬টি ভিন্ন ভিন্ন ভাষায় * ইংরেজী * উর্দু * হিন্দি * বাংলা * গুজরাটি এবং * সিন্ধি ভাষায় ব্যবহার করা যেতে পারে * এতে বিভিন্ন নেক আমল সম্বলিত প্রশ্নাবলী দেয়া হয়েছে * প্রতিটি প্রশ্নের নিচে ৩০টি খালি ঘর রয়েছে, প্রতিদিন নিজের সময়মতো যেকোন সময় নির্বচন করে নিজের নেক আমলের পর্যবেক্ষণ করে নিন, এই অনুযায়ী জীবন অতিবাহিত করুন, اِنْ شَآءَ الله এর বরকতে গুনাহ থেকে বাঁচার এবং নেকী করার মানসিকতা সৃষ্টি হবে, অন্তরের পবিত্রতা নসীব হবে এবং চরিত্র সুন্দর ও আদর্শবান হয়ে যাবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد