Book Name:Zawal Ke Asbab
চরিত্র দেখে অমুসলিম মুসলমান হয়ে গেলো
হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার একটি ঘর ভাড়া নিলেন, সেই ঘরটির পাশে এক ইহুদির ঘর ছিলো। সেই ইহুদি হিংসা ও বিদ্বেষের কারণে পরনালা (ছাদ থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের নল) দিয়ে ময়লা পানি আর নাপাক বস্তু হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ঘরে ফেলতো, তিনি ঐ নাপাকি গুলো পরিষ্কার করতেন আর নিরব থাকতেন। অবশেষে একদিন ঐ ইহুদি স্বয়ং নিজে এসে বললো: হুজুর! আমি যে পরনালা দিয়ে ময়লা-নাপাকি ফেলি তাতে আপনার কি কোনো কষ্ট হয় না? হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অত্যন্ত নম্রতার সাথে বললেন: পরনালা দিয়ে যেই আবর্জনা পড়ে, তা আমি ধৌত করি, ইহুদি বললো: আপনার এতো কষ্টের পরও কি রাগ আসে না? বললেন আসে তো কিন্তু তা হজম করে ফেলি কেননা (পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার ১৩৪ এ) আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ الۡکٰظِمِیۡنَ الۡغَیۡظَ وَ الۡعَافِیۡنَ عَنِ النَّاسِؕ وَ اللّٰہُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ (۱۳۴)ۚ
(পারা ৪, আলে ইমরান, আয়াত ১৩৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ক্রোধসংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়।
হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই সুন্দর উত্তর শুনে ঐ ইহুদি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলো। (তাযকিরাতুল আউলিয়া, পৃষ্ঠা: ৩২)
হে আশিকানে রাসূল! এটাই ছিলো আগেকার মুসলমানদের অবস্থা...!! তাদের চরিত্র ও আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কালিমা পাঠ করতো আর আজ আমাদের অবস্থা কেমন? আমাদের দেখে মানুষ কী প্রভাবিত হবে, উল্টো ইসলামকে ঘৃণা করলে অবাক হওয়ার কিছু নেই।
হে আশিকানে রাসূল! আমাদের দায়িত্ব হলো خَیْرُ الْاُمَمْ (অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত) হওয়ার যেই মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, আমরা যেন এই মর্যাদার মূল্যায়ন করি, আমরা আসলেই خَیْرُ الْاُمَمْ (অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত) আমাদের উচিত এইভাবেই থাকা, অন্যদের অনুকরণ না করা, বরং কুরআন ও সুন্নাতের শিক্ষা অর্জন করা, তার উপর আমল করা,