Book Name:Zawal Ke Asbab
হেফাযত করুক, তাঁর আপন অনুগ্রহে আমরা গুনাহগারদের নিয়ামত দূর হওয়া থেকে হেফাযত করুক।
নেক আমল নাম্বার ২০ এর প্রতি তাকিদ
প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসলমান হিসেবে যা আমাদের দায়িত্ব রয়েছে তা সুচারুপে পালন করার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আর ১২ দ্বীনি কাজে ভরপুর অংশগ্রহণ করুন। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২ নেক আমল” এর উপর আমল করুন। “৭২ নেক আমল” এর মধ্য হতে একটি হলো ২০ নাম্বার আমল, যেমন- আপনি কি আজ দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কাজ সমূহ আপনার নিগরানকে দেওয়া শিডিউল অনুযায়ী কমপক্ষে দুই ঘন্টা সময় দিয়েছেন? এই নেক আমলের উপর আমলের বরকতে আমরা এসব দায়িত্ব পালন করতে পারবো যা এখন বর্ণনা করা হয়েছে। কেননা দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কাজের বরকতে নিজেরও সংশোধন হয়, নেকীর দাওয়াত দেওয়া হয়, অন্যকেও মন্দ কাজ থেকে বারণ করা যায়। সুতরাং, দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন আর নেক আমলের উপর আমল এবং মাদানী কাফেলায় সফর করতে থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক।
ট্রান্সপোর্টারদের সাথে যোগাযোগ বিভাগ
اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর পরিচালনাধীন অনেক বিভাগের মধ্যে একটি হলো “ট্রান্সপোর্টারদের সাথে যোগাযোগ বিভাগ” এই বিভাগের কাজ এয়ারলাইন্স, এয়ারপোর্ট, রেলওয়ে, পাবলিক ট্রান্সপোর্ট, প্রাইভেট ট্রান্সপোর্ট, পণ্যের স্টেশন ও সেগুলোর সাথে সম্পৃক্ত বিভিন্ন স্ট্যান্ড (যেমন- বাস, ট্রাক, টেক্সি, মোটরসাইকেল ও সাইকেল স্ট্যান্ড, সর্ব প্রকারের ওয়ার্কশপ, স্পেয়ার পার্টসের দোকান ইত্যাদি), মার্কেট ও শোরুম (যেমন; কার, রিক্সা, মোটর সাইকেল, সাইকেল) এর সাথে সম্পৃক্ত ইসলামী ভাইদের মধ্যে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর মাদানী পয়গাম ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া আর তাদেরকে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এই মাদানী