Zawal Ke Asbab

Book Name:Zawal Ke Asbab

        প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হলো পতনের কারণ...!! যখন কোনো জাতি নেকীর দাওয়াত দেওয়া ও মন্দ কাজ থেকে বাধা প্রদান করা বন্ধ করে দেয় তখন তাদের উত্থান পতনে, উন্নয়ন অবনমনে আর সফলতা ব্যর্থতায় রুপান্তরিত হয়, এজন্য আমাদের সকলের উচিত আমাদের সামর্থ্য ও নিজস্ব অবস্থান অনুযায়ী নেকীর দাওয়াত দেওয়া আর মন্দ কাজ থেকে নিষেধ করা।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(৪) আল্লাহ পাকের উপর দৃঢ় ঈমান

        মুসলমান জাতির চতুর্থ শ্রেষ্ঠ বৈশিষ্ট্য আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ ؕ

(পারা ৪, আলে ইমরান, আয়াত ১১০)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আল্লাহর উপর ঈমান রাখছো।

 

        এই বৈশিষ্ট্য اَلْحَمْدُ لِلّٰه প্রত্যেক মুসলমানের হাসিল হয়েছে। আমরা সকলে আল্লাহ পাকের উপর ঈমান রাখি, আল্লাহ পাককে আমাদের খোদা মানি, শুধুমাত্র তারই ইবাদত করি, শুধুমাত্র তারই সম্মুখে নত হই আর সিজদা করি।

 

        কিন্তু এখানে একটি খেয়াল করার বিষয় রয়েছে! তা হলো আমরা কি এই ঈমানের দাবী পূরণ করছি?

ঈমানের হাকিকত কী?

        একবার হযরত ইব্রাহীম খাওয়াস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে কেউ জিজ্ঞাসা করলো: ঈমানের হাকিকত কী? বললেন: তাওয়াক্কুলের হেফাযত করা ঈমানের হাকিকত। (কাশফুল মাহযুব, ৪২২ পৃষ্ঠা)

        অর্থাৎ বান্দার উচিত সর্বাস্থায় আল্লাহ পাকের উপরই ভরসা রাখা, কোনো সময় এই ভরসা দূর্বল হতে না দেওয়া, এভাবে তাওয়াক্কুলের হেফাযত করা, ঈমানের হাকিকত।

        একটু চিন্তা করুন তো! আমরা কি তাওয়াক্কুল করি? আমরা কি আমাদের দয়ালু প্রতিপালক আল্লাহ পাকের উপর ভরসা করি? আহ! আফসোসের বিষয় সবাই ভোগবাদে ডুবে আছে! বস্তুবাদ ব্যাপকভাবে বেড়ে গেঝে, আজকাল কিছু অজ্ঞ মুসলমানও দুনিয়ার