Zawal Ke Asbab

Book Name:Zawal Ke Asbab

মজায় আত্মহারা হয়ে আছে। তাদের বিশ্বাস অনেক দূর্বল, রিযিকের পিছনে দৌড়াতে দৌড়াতে رَازَّق (অর্থাৎ রিযিকদাতা আল্লাহ)কে ভুলে আছে, রিযিকের মাধ্যম খুঁজতে খুঁজতে مُسَبِّبُ الْاَسْبَاب (অর্থাৎ রিযিকের মাধ্যমের সৃষ্টিকর্তা আল্লাহ ) কে ভুলে আছে।

        ইমাম গাযালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের কুদরতে কামিলার উপর ঈমান আনয়ন করা এবং প্রকাশ্য মাধ্যম ব্যতীত অপ্রকাশ্য মাধ্যমের উপর ঈমান রাখাই হলো তাওয়াক্কুল। (ইহয়াউল উলুম, খন্ড: ৪, পৃষ্ঠা: ৭৯১) 

আল্লাহর উপর ভরসা রাখো! যদি মুমিন হও...!

        আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:

 

وَعَلَی اللّٰہِ فَتَوَکَّلُوۡۤا اِنۡ کُنۡتُمۡ  مُّؤۡمِنِیۡنَ (۲۳)

(পারা ৬, সূরা মায়েদা, আয়াত ২৩)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আল্লাহর উপরই ভরসা করো যদি তোমাদের মধ্যে ঈমান থাকে।

 

পাখির মতো হৃদয়

        হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, নবী করীম, রাউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: یَدْخُلُ الْجَنَّۃَ اَقْوَامٌ اَفْئِدَتُہُمْ مِثْلُ اَفْئِدِۃِ الطَّیْرِ জান্নাতে এমন জাতি প্রবেশ করবে, যাদের হৃদয় পাখিদের হৃদয়ের মতো হবে।

(মুসলিম, ১০৯১ পৃষ্ঠা, হাদীস: ২৮৪০)

        প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: চড়ুই পাখিদের হৃদয়ে আল্লাহর উপর উচ্চ পর্যায়ের তাওয়াক্কুল বিদ্যমান থাকে এবং তাদের হৃদয় ঘৃণা ও বিদ্বেষ থেকে পবিত্র থাকে, যে মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য সৃষ্টি হয় সে ফেরেশতাদের গুণে গুণান্বিত হয়। (মিরাতুল মানাজিহ, খন্ড: ৭, পৃষ্ঠা: ৩৬৮)

        হে আশিকানে রাসূল! বস্তুবাদ; অর্থাৎ তাওয়াক্কুলের কমতি আর প্রকাশ্য বস্তুর উপর অধিক ভরসা রাখা, এও পতনের একটি কারণ। এর কারণে অন্তরে দুনিয়ার ভালোবাসা বৃদ্ধি পায়, হিংসা ও লালসা বেড়ে যায়, অন্তরে হিংসার আগুন জ্বলে আর মানুষ কেবল দুনিয়ার হয়েই রয়ে যায়। কতো জাতি রয়েছে যারা দুনিয়াপূজার কারণে ধবংস হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের ধবংস হওয়া থেকে