Book Name:Zawal Ke Asbab
ফলমূল এবং ঝাউ গাছ আর অল্প কিছু কুলগাছ। আমি তাদেরকে এ বদলা দিলাম তাদের অকৃতজ্ঞতার শাস্তি। এবং আমি কাকে শাস্তি দিই? তাকেই, যে অকৃতজ্ঞ।
প্রিয় ইসলামী ভাইয়েরা! বোঝা গেলো; উন্নতি ও উত্থান নাম ও বংশের সাথে সম্পর্কিত নয়। এজন্য কে কার পুত্র, কার নাতি, কে বেশি টাকা ওয়ালা - এসব দেখা হয় না বরং উন্নতি ও উত্থানের জন্য দেখা হয় অভ্যাস।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এ কথা সবার জানা যে, প্রত্যেকটি বস্তুর কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যতক্ষণ ঐ বস্তু নিজের উদ্দেশ্য পূরণ করতে থাকে, তার গুরুত্ব থাকে, সেটার মালিক তার হেফাযতও করে থাকে। যদি ঐ বস্তু তার উদ্দেশ্য পূরণ না করে, তবে তার গুরুত্বও আর থাকে না, তার হেফাযতও করা হয় না। একটি কলমকেই দেখুন! কলমের উদ্দেশ্য হলো লেখা। যতক্ষণ কলম লিখতে থাকে, মানুষ সেটাকে বুকের সাথে লাগিয়ে রাখে। যখন সেটা লেখা বন্ধ করে দেয় তখন আগের মতো গুরুত্ব ও মূল্য আর অবশিষ্ট থাকে না। না সেটাকে সংরক্ষণ করে রাখা হয়, না বুকের সাথে লাগিয়ে রাখা হয়।
এটাই জগতের রীতি। তো, আমরা মুসলমানদেরও কিছু দায়িত্ব রয়েছে, যতক্ষণ আমরা ঐ দায়িত্ব পালন করতে থাকবো, উন্নতি, সফলতা, উত্থান আমাদের ভাগ্যে লেখা হবে। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করা ছেড়ে দিই তাহলে আমরা আমাদের সম্মান ও মর্যাদা হারিয়ে যাবে।
আমাদের দায়িত্বগুলো কি? আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
کُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَ تَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ ؕ
(পারা ৪, আলে ইমরান, আয়াত ১১০)
কানযুল ঈমান থেকে অনুবাদ: তোমরা শ্রেষ্ঠতম ঐসব উম্মতের মধ্যে, যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, সৎকাজের নির্দেশ দিচ্ছো এবং মন্দ কাজ থেকে বারণ করছো, আর আল্লাহর উপর ঈমান রাখছো।