Zawal Ke Asbab

Book Name:Zawal Ke Asbab

 

ইয়েমেনবাসী প্লাবনে কেনো পতিত হলো?

        আরবের একটি গোত্র ছিলো সাবা। এরা আল্লাহর নবী হযরত হুদ عَلَیْہِ السَّلَام এর বংশধর ছিলো, ইয়েমেনে তাদের বসবাস ছিলো। আল্লাহ পাক তাদেরকে অতুলনীয় নেয়ামত দ্বারা ধন্য করেছিলেন। তাদের বসতির পরিবেশ এমন পরিচ্ছন্ন ও পবিত্র ছিলো যে ঐ বসতির মধ্যে মশা-মাছি, সাপ-বিচ্ছু, পোকা-মাকড় কিছুই ছিলো না। আবহাওয়া ছিলো খুবই মৃদু, না বেশি গরম, না বেশি ঠান্ডা। মাটি ছিলো অনেক উর্বর। তাদের বাগানগুলো ফলে ফুলে ভরপুর থাকতো। এমনকি কেউ যদি মাথায় ঝুড়ি নিয়ে বাগানের পাশ দিয়ে হেঁটে যেতো, তার ঝুড়ি নানান জাতের ফলমূল দিয়ে পূর্ণ হয়ে যেতো, তার গাছ থেকে ফল ছেঁড়ার প্রয়োজনও হতো না-  এতো বেশি ফল ধরতো। মোটকথা, ঐ জাতি খুবই সুখে ছিলো। সুখ-শান্তি ও আরাম ও আয়েশে দিনাতিপাত করছিলো। কিন্তু তারা অবাধ্যতা করে বসলো। আল্লাহ পাক ঐ জনপদে ১৩ জন আম্বিয়ায়ে عَلَیْهِمُ السَّلَام  প্রেরণ করলেন, ঐসব অবাধ্যরা আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام  মিথ্যা প্রতিপন্ন করলো, অহংকার করলো, কুফরে পতিত হলো, জেদ দেখালো, আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام  শানে বেয়াদবি করলো। তখন, আল্লাহ পাক তাদের উপর আযাব নাজিল করলেন, আল্লাহ পাক তাদের উপর বন্যার আযাব পাঠালেন। যার ফলে তাদের বাগান, ঘর বাড়ি সবকিছু ডুবে ধবংস হয়ে গেলো। (আজায়িবুল কুরআন মাআ গারায়িবুল কুরআন, পৃষ্ঠা: ২০০-২০১ সারাংশ)

        কুরআনে করীমে এই অবাধ্য জাতির বর্ণনা এইভাবে এসেছে:

 

لَقَدۡ کَانَ لِسَبَاٍ  فِیۡ مَسۡکَنِہِمۡ اٰیَۃٌ ۚ جَنَّتٰنِ عَنۡ یَّمِیۡنٍ وَّ شِمَالٍ ۬ؕ     کُلُوۡا مِنۡ رِّزۡقِ رَبِّکُمۡ وَ اشۡکُرُوۡا لَہٗ ؕ     بَلۡدَۃٌ طَیِّبَۃٌ   وَّ  رَبٌّ غَفُوۡرٌ (۱۵) فَاَعۡرَضُوۡا فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ سَیۡلَ الۡعَرِمِ وَ بَدَّلۡنٰہُمۡ بِجَنَّتَیۡہِمۡ جَنَّتَیۡنِ ذَوَاتَیۡ  اُکُلٍ خَمۡطٍ وَّ اَثۡلٍ وَّ شَیۡءٍ مِّنۡ سِدۡرٍ قَلِیۡلٍ (۱۶) ذٰلِکَ جَزَیۡنٰہُمۡ  بِمَا کَفَرُوۡا ؕ     وَ ہَلۡ نُجٰزِیۡۤ   اِلَّا الۡکَفُوۡرَ (۱۷)

(পারা ২২, সাবা, আয়াত ১৫-১৭)

কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় “সাবা” এর জন্য তাদের ভূমিতে নিদর্শন ছিলো, দুইটি বাগান ডানে ও বামে। আপন প্রতিপালকের রিযিক আহার করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। পবিত্র শহর এবং ক্ষমাশীল প্রতিপালক। অতঃপর তারা মুখ ফিরিয়ে নিলো। সুতরাং আমি তাদের উপর প্রবল বন্যা প্রেরণ করলাম এবং তাদের বাগানসমূহের পরিবর্তে দুইটি বাগান তাদেরকে প্রদান করেছি, যেগুলোর মধ্যে উৎপন্ন হয় বিস্বাদ