Book Name:Zawal Ke Asbab
পারা: ১৩, সূরা রাদ, আয়াত: ১১ তে আল্লাহ পাক ইরশাদ করেন:
اِنَّ اللّٰہَ لَا یُغَیِّرُ مَا بِقَوۡمٍ حَتّٰی یُغَیِّرُوۡا مَا بِاَنۡفُسِہِمۡ ؕ
(পারা ১৩, রা’দ, আয়াত ১১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের কাছে থেকে তাঁর নিয়ামতের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে না।
তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে: এই আয়াতে কুদরতের একটি কানুন বর্ণনা করা হয়েছে যে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতি থেকে নিজের দানকৃত নিয়ামত ফিরিয়ে নেন না, যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজেই নিজের ভালো কাজকে মন্দ কাজ দিয়ে পরিবর্তন না করে ।
(তাফসীরে সিরাতুল জিনান, পারা: ১৩, সূরা রাদ, আয়াতের ব্যাখ্যা: ১১, খন্ড: ৫, পৃষ্ঠা: ৮৫)
এই আয়াতে করীমা দ্বারা প্রতীয়মান হলো; আল্লাহ
পাক যখন কোনো জাতিকে তাঁর নিয়ামত দ্বারা ধন্য করেন, তাদেরকে দুনিয়াতে
উন্নতি,
সম্মান, মর্যাদা, সুখ, নিরাপত্তা ও শান্তি দান করেন তখন তাদের কাছ থেকে অকারণে এসব নিয়ামত ফিরিয়ে
নেন না যতক্ষণ না ঐ জাতি স্বয়ং নিজেদের ভালো অবস্থা পরিবর্তন করে না। যখন কোনো জাতি
পথভ্রষ্ট হয়ে যায় * ভালো আমলের বদলে মন্দ
আমল করতে থাকে
* উত্তম বৈশিষ্টের স্থলে মন্দ বৈশিষ্ট
অর্জন করে * মেহনতের বদলে অলসতার শিকার হয় * দায়িত্ব পালন করার পরিবর্তে পরোয়াহীনভাবে
চলে * খোদাভীরুতার পরিবর্তে গুনাহের পথ অবলম্বন
করে * কৃতজ্ঞতা আদায় করার পরিবর্তে অকৃতজ্ঞতা
প্রকাশ করে, তখন ঐ জাতীর মর্যাদাকে অপমানে, শান্তিকে অশান্তিতে, উন্নতিকে অবনতিতে, উত্থানকে পতনে
আর সফলতাকে ব্যর্থতায় পরিবর্তন করে দেওয়া হয়।