Zawal Ke Asbab

Book Name:Zawal Ke Asbab

জাতির অধঃপতনের ইতিহাস

        পৃথিবীর ইতিহাস খুলে দেখুন! কুদরতের এটাই কানুন এই দুনিয়ায় হাজারো জাতির আগমন হয়েছে। তাদেরকে উন্নতি, উত্থান, সম্মান, সচ্ছ্বলতা, নিরাপত্তা ও শান্তির নিয়ামত দ্বারা ধন্য করা হয়েছে কিন্তু যখন তারা নিয়ামতের অবমূল্যায়ন করেছে, তখন তাদেরকে অন্যদের জন্য দৃষ্টান্তস্বরূপ বানিয়ে দেয়া হয়েছে।

        আ’দ জাতি: তাদেরকে শক্তি দান করা হয়েছিলো, মাল ও দৌলত দ্বারা ধন্য করা হয়েছিলো কিন্তু যখন তারা নাফরমানী করলো, নিয়ামতের অমূল্যায়ন করলো তখন রব্বে কাহহার আল্লাহ পাক তাদের উপর অন্ধকারের শাস্তি প্রেরণ করলেন আর তা দৃষ্টান্ত হিসেবে হয়ে রয়ে গেলো।

(সিরাতুল আম্বিয়া, ২২৩ পৃষ্ঠা)

        সামুদ জাতি: তারা ছিলো দালান নির্মাণে পারদর্শী জাতি।  আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছেন, শক্তি দান করেছেন, মাল ও দৌলত দ্বারা ধন্য করেছেন, দুনিয়াতে সম্মান দান করেছেন কিন্তু তারা অবাধ্য হলো, অকৃতজ্ঞ হলো। মহান রব তাদের কঠিন ভূমিকম্প দিয়ে বরবাদ করে দিলেন। (তাফসীরে সিরাতুল জিনান, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৫৯)

        মোটকথা; যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজেদের ভালো অবস্থা বদলে ফেলে না, আল্লাহ পাক তাঁর নেয়ামত থেকে বঞ্চিত করেন না। যখন কোনো জাতি নিজের ভালো অবস্থা পরিবর্তন করে, ভালো কাজের স্থলে মন্দ কাজ করে, কৃতজ্ঞতার বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে, আনুগত্যের পরিবর্তে নাফরমানী করে তখন আল্লাহ পাকের শাস্তির চাবুক বর্ষণ করা হয়, অতঃপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হয় না, তাদেরকে অন্য জাতির জন্য শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত করা হয়।

উন্নতি ও উত্থান উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত নেয়ামত নয়

        প্রিয় ইসলামী ভাইয়েরা! এই আয়াতে করীমা দ্বারা জানা গেলো যে উন্নতি ও উত্থান কোনো উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বস্তু নয়। অমুক জাতি সর্বদা উন্নতিই করবে আর অমুক জাতি সর্বদা অধঃপতনেই থাকবে- এমন হয় না। না...!! এরকম কখনো হয় না যে, উন্নতি, সফলতা, মর্যাদা, আভিজাত্য, এসব নেয়ামত বংশ, নাম, পেশা, রং বা সৌন্দর্য্যের সাথে সম্পর্কিত বরং উন্নতি ও উত্থান উত্তম