Book Name:Zawal Ke Asbab
উদ্দেশ্য - “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, اِنْ شَآءَ الله” সে অনুযায়ী জীবন অতিবাহিত করার মানসিকতা দেওয়া।
কথাবার্তা বলার ১২টি মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে
তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ
এর রিসালা “১০১ মাদানী ফুল” থেকে কথাবার্তা বলার ব্যাপারে কিছু
মাদানী ফুল শ্রবণ করি: * মুচকি হেসে ও উৎফুল্লতার
সাথে কথাবার্তা বলুন। * মুসলমানের মন খুশি
করার নিয়্যতে ছোটদের সাথে স্নেহভরা এবং বড়দের সাথে শ্রদ্ধার ভাব রাখুন।
* চিৎকার করে করে কথা বলার সময় সর্বোচ্চ
সতর্কতা অবলম্বন করুন। * একদিনের বাচ্চা হোক
না কেনো ভালো ভালো নিয়্যতে তাদের সাথেও ‘আপনি’ ‘জনাব’ বলে সম্বোধন
করে কথাবার্তা বলার অভ্যাস করুন। আপনার চরিত্রও উত্তম হবে সাথে সাথে বাচ্চারাও اِنْ
شَآءَ الله ভদ্রতা শিখবে। * কথা বলার সময় পর্দার
স্থানে হাত লাগানো, থুথু ফেলতে থাকা, আঙ্গুলের মাধ্যমে শরীরের ময়লা পরিষ্কার করা, অন্যজনের সামনে
বারবার নাক স্পর্শ করা কিংবা নাকে বা কানে আঙুল প্রবেশ করানো, ভালো অভ্যাস
নয়।
ঘোষণা
কথাবার্তা বলার অবশিষ্ট আদব তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ