Book Name:Zawal Ke Asbab
নিষেধ করা। (তাফসীরে নঈমী, পারা: ৪, সূরা আলে ইমরান, আয়াতের ব্যাখ্যা: ১০৪, খন্ড: ৪, পৃষ্ঠা: ৭৯) আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: بَلِّغُوْا عَنِّیْ وَلَوْ اٰیَۃً অর্থাৎ আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও তা হোক একটি মাত্র আয়াত। (বুখারী, ৮৮৮ পৃষ্ঠা, হাদীস: ৩৪৬১)
নেকীর দাওয়াত না দেওয়া ধ্বংসের মধ্যে নিক্ষেপ করে
সাহাবিয়ে রাসূল হযরত নোমান বিন বিন বশীর رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, নবীদের সর্দার, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: আল্লাহ পাকের বিধানের ক্ষেত্রে অলসতাকারী আর তাতে লিপ্ত ব্যক্তির উদাহরণ হলো ঐসব ব্যক্তিদের মতো যারা নৌকায় লটারি করলো, কারো ভাগে নিচ তলা আর কারো ভাগে পড়লো উপর তলা। এখন নিচ তলার লোকদের পানির জন্য উপর তলার লোকদের কাছে যেতে হতো, তাই তারা একে বিরক্তিকর মনে করলো আর একটি কুঠার নিয়ে নৌকার নিচের অংশে ছিদ্র করতে লাগলো। উপর তলার লোকেরা তাদের কাছে এলো আর বললো: তোমাদের কী হলো (অর্থাৎ নৌকায় ছিদ্র করছো কেনো)? বললো: আমাদের কারণে তোমাদের কষ্ট হচ্ছিলো আর পানি ছাড়া থাকা সম্ভব না। এখন যদি তারা ছিদ্রকারীদের থামিয়ে দেয়, তবে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে আর খোদ নিজেরাও বেঁচে যাবে আর যদি তাদেরকে ছাড় দেয় তবে তাদেরকেও ধবংস করবে আর তারা নিজেদের প্রাণও ধবংস করবে। (বুখারী, ৬৯২ পৃষ্ঠা, হাদীস: ২৬৮৬)
মিরাতুল মানাজিহ কিতাবে রয়েছে: এই হাদীস শরীফে একটি উদাহরণের মাধ্যমে মন্দ কাজ থেকে বাধা প্রদান ও নেকীর দাওয়াত দেওয়ার গুরুত্বকে স্পষ্ট করা হয়েছে আর বলা হয়েছে যদি এটা মনে করে নেকীর দাওয়াত দেওয়া ও মন্দ কাজ থেকে বারণ করার দায়িত্ব বর্জন করে যে বদকার ব্যক্তি নিজের ক্ষতি করবে, আমাদের কোনো ক্ষতি হবে না - তবে এমন চিন্তা বিভ্রান্তিকর। কেননা, এই গুনাহের প্রভাব সমাজের সকল লোকদের আচ্ছন্ন করবে। যেমনিভাবে নৌকায় ছিদ্রকারীরা একা ডুবে যাবে না বরং যারা নৌকায় অবস্থান করছে ঐ সমস্ত লোকদের ডুবিয়ে দেবে। তেমনিভাবে কিছু বদকার লোকের অনিষ্ট সমাজের সবখানে পঁচনশীল ঘায়ের মতো ছড়িয়ে পড়বে। (মিরাতুল মানাজিহ, খন্ড: ৬, পৃষ্ঠা: ৫৪৫)