Dil Ki Islah Kyon Zarori Hai

Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai

(পারা ৩০, সূরা ফালাক, আয়াত )

কানযুল ঈমান থেকে অনুবাদ: হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে আমার প্রতি হিংসাপরায়ণ হয়

 

    !اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুমান করুন! হিংসা কতো বড় ফেতনা আর কতো বড় অনিষ্টতা যে আল্লাহ পাক হিংসাকারীকে শয়তানের সাথে মিলিয়ে দিয়েছেন আর হুকুম দিয়েছেন যে এসবগুলো থেকে আশ্রয় প্রার্থনা করো! (মিনহাজুল আবেদীন, ১৬৩ পৃষ্ঠা) হাদীসে পাকে রয়েছে: হিংসা নেকীসমূহকে এমনভাবে গ্রাস করে, যেমনিভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয় (ইবনে মাজাহ, ৬৮৩ পৃষ্ঠা, হাদীস: ৪২১০)

    ইমাম গাযালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হিংসা অশান্তি এবং উদ্দেশ্যহীন চিন্তা ভাবনায় পতিত করে দেয়, হিংসার কারণে মানুষ অপদস্থ বঞ্চিত হওয়ার অভিশাপে গ্রেফতার হয়ে যায় এবং হিংসার একটি বড় ধ্বংসলীলা হলো হিংসা অন্তরকে অন্ধ করে দেয়, এক পর্যায়ে আল্লাহ পাকে বিধান শোনার বোঝার যোগ্যতা নিঃশেষ হয়ে যায়

(মিনহাজুল আবেদীন, ১৬৪ পৃষ্ঠা)

    সুতরাং যেই ব্যক্তি নিজের অন্তর সংশোধন করতে চায়, তার উচিত হিংসা থেকে বেঁচে থাকা, যা কিছু আল্লাহ পাক দান করেছেন, তাঁর উপর সন্তুষ্টি থাকা, অন্য কারো পাওয়া নেয়ামতের উপর দৃষ্টি না দেয়া, লালসা, মাল দৌলতের ভালবাসা থেকে বেঁচে থাকা, মৃত্যুকে স্মরণ করা

    হিংসা সম্পর্কিত আরও বিস্তারিত বিষয়াদি জানার জন্য মাকতাবাতুল মদীনারহিংসানামক পুস্তিকা ক্রয় করুন আর পাঠ করুন, আপনি এই পুস্তিকা দাওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকে সহজে ডাউনলোড (Download) করতে পারবেন اِنْ شَآءَ الله হিংসার বিপদ থেকে মুক্তি মিলবে এবং অন্তর পবিত্র হয়ে যাবে

(৩) তাড়াহুড়া

    অন্তরের কঠোরতা আর সেটার সংশোধনের ক্ষেত্রে অকৃতকার্যতার তৃতীয় বড় কারণ হলো: তাড়াহুড়া অর্থাৎ যেকোন কাজ পরামর্শ চিন্তাভাবনা ব্যতীত সম্পন্ন করা

    তাড়াহুড়া দুইভাবে অন্তরকে বিনষ্ট ও সংশোধনের ক্ষেত্রে অকৃতকার্যতার কারণ হয়: (১) এক এইভাবে যে অন্তরের সংশোধনের জন্য সময় প্রয়োজন; যদি কোন অলিয়ে