Dil Ki Islah Kyon Zarori Hai

Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai

(৪) অহংকার

    অন্তরের কঠোরতার চতুর্থ কারণ: অহংকার নিজেকে অপরের চেয়ে উত্তম মনে করার নাম অহংকার এটা তো অত্যন্ত ধ্বংসযোগ্য বরবাদ করে দেয়া রোগ, আল্লাহ না করুক যদি অহংকার দৃঢ় হয়ে বিস্তার লাভ করে তখন তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায় বরং অনেক সময় তো অহংকারের কারণে অন্তরে মোহর মেরে দেয়া হয় আল্লাহ পাক ইরশাদ করেন:

 

کَذٰلِکَ یَطۡبَعُ اللّٰہُ عَلٰی کُلِّ قَلۡبِ مُتَکَبِّرٍ  جَبَّارٍ (۳۵)

(পারা ২৪, সূরা মুমিন, আয়াত ৩৫)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহ এভাবেই মোহর করে দেন অহংকারী গোঁড়া ব্যক্তির সমগ্র অন্তরের উপর

 

    বুঝা গেলো; অহংকার অন্তরে মোহর লাগার কারণ এটার জন্য জরুরী হলো বান্দা অহংকার থেকে সর্বদা বাঁচতে থাকা, বিনয় অবলম্বন করা, হাদীসে পাকে রয়েছে: مَنْ تَوَاضَعَ للهِ رَفَعَہُ اللهُ অর্থাৎ যে আল্লাহ পাকে জন্য বিনয় করে, আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন

(মুসনদে বাযার, খন্ড: , পৃষ্ঠা: ১৬১, হাদীস: ৯৪৬)

মিঠা দে আপনি হাস্তী কো আগার কুছ মরতবা চাহে

কে দানা খাক মে মিল কর গলে গুলযার হোতা হে

 

    হে আশিকানে রাসূল! অন্তরের কঠোরতার এই চারটি মূল কারণ: (১) দীর্ঘ আকাঙ্ক্ষা (২) হিংসা (৩) তাড়াহুড়া (৪) আর অহংকার। আমাদেরকে এই চারটি থেকে বেঁচে থাকতে হবে * দীর্ঘ আকাঙ্ক্ষা না করা বরং মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা, এই কল্পনাই মাথায় রাখা যে মৃত্যু আসবেই * হিংসার আগুনে না জ্বলা, আল্লাহ পাক যা দান করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা এবং সর্বদা অন্যের কল্যাণ কামনা করা, কখনো কারো ব্যাপারে মন্দ কোন কিছু চিন্তা না করা * কখনো তাড়াহুড়া করে কাজ না করা, প্রতিটি কাজ চিন্তাভাবনা ও শান্তভাবে, ধৈর্যের সাথে করার অভ্যাস করা * আর অহংকার থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকা, কেননা শয়তানের হাজারো বছরের ইবাদত তার