Dil Ki Islah Kyon Zarori Hai

Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai

(ফয়যানে সুন্নাত, ৮২৭ - ৮২৮ পৃষ্ঠা)

    একইভাবে এমন অনেক আউলিয়ায়ে কিরাম রয়েছেন, যাদের হারাম সন্দেহযুক্ত খাবারের ব্যাপারে জানা হয়ে যেতো

মৃত অন্তর বিশিষ্টদের মতো হয়ো না...!!

    আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:

 

وَ لَا یَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلُ فَطَالَ عَلَیۡہِمُ  الۡاَمَدُ فَقَسَتۡ قُلُوۡبُہُمۡ ؕ

(পারা ২৭, সূরা হাদীদ, আয়াত ১৬)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর তাদের মতো হয়ো না, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছে, অতঃপর তাদের উপর সময়সীমা দীর্ঘায়িত হয়েছে সুতরাং তাদের অন্তর কঠিন হয়ে গেছে

 

    এই আয়াতে করীমায় আল্লাহ পাক পূর্ববর্তী জাতির কথা উল্লেখ করেছেন ঐসবলোক যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিলো, তারা দীর্ঘ আশার মধ্যে নিমগ্ন ছিলো, যার কারণে তাদের অন্তর কঠিন হয়ে গেছে, অতএব হে মুসলমানগণ! হে আল্লাহ পাকে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সত্যিকার গোলামগণ! তোমরা কখনো ঐসব আহলে কিতাবের ন্যায় হয়ো না! বরং দীর্ঘ আকাঙ্ক্ষা থেকে বেঁচে থাকো! আর নিজেদের অন্তরকেও খুব হেফাযত করো...!!

 

সবচেয়ে বড় শাস্তি

    তিরমিযি শরীফের হাদীস, আল্লাহ পাকে প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: اِنَّ اَبْعَدَ النَّاسِ عَنِ اللَّهِ الْقَلْبُ الْقَاسِي অর্থাৎ কঠোর হৃদয়ের লোক সবচেয়ে বেশি আল্লাহ পাক থেকে দূরে (তিরমিযি, ৫৭৩ পৃষ্ঠা, হাদীস: ২৪১১) হযরত মালেক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মানুষকে যে শাস্তি দেয়া হয়ে থাকে, এর মধ্য হতে সবচেয়ে বড় শাস্তি হলো মানুষের হৃদয় কঠোর করে দেয়া

(যম কসওয়াতুল কুলুব, ২৬০ পৃষ্ঠা)