Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এক বাচ্চা মাদরাসায় নিজের বোর্ড ধুচ্ছিলো, পানি দিয়ে বোর্ডের কালি যাচ্ছে না তখন বাচ্চাটি একটি রশি নিলো, সেটাকে পানি দ্বারা ভিজালো, এরপর রশিতে মাটি লাগালো আর সেটা দিয়ে কালির দাগ ধুতে লাগলো, পাশ থেকেই এক ব্যক্তি দাড়িয়ে এই দৃশ্য দেখছিলো, বোর্ড ধোয়ার এই অদ্ভুত ধরন দেখে ঐ ব্যক্তি বলল: বৎস! বোর্ডটি রশি দিয়ে ঘষছেন কেন? বাচ্চাটি বলল: কালি শক্ত হয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিচ্ছি। ঐ ব্যক্তি বলল: রশি দিয়ে কি কালি উঠে যাবে? বাচ্চাটি বুদ্ধিমান ছিলো, তৎক্ষণাৎ বলল: জি হ্যাঁ! উঠে যাবে, আপনি কি দেখেন নি, রশি দিয়ে বালতি বেঁধে কূপে ঝুলিয়ে রাখে, এরপর সেটাকে টানা হয়, কূপের চারি দিকে পাথরের হয়ে থাকে, তারপরও রশি টানার ফলে তাতে দাগ পড়ে যায় (অর্থাৎ যদি রশি পাথরের মধ্যে দাগ করতে পারে বোর্ড থেকে কালি কেনো সরাতে পারবে না)। লোকটি বলল: বৎস! পাথরের মধ্যে দাগ একটি সময় অতিবাহিত হওয়ার পর হয়ে থাকে। বাচ্চাটি বলল: জি না! রশি টানার ফলে হয়ে থাকে, যদি রশি টানা না হয়, চাই শত বছর পেরিয়ে গেলেও, কূপের চারিদিকে কোন গর্ত হবে না। এর সাথে বাচ্চাটি উপদেশ দিতে গিয়ে বলল: হে ভদ্র মানুষ! আমি আপনাকে ইশারা দিয়েছি, যদি আপনি এতে গভীর মনোযোগ দেন তবে আপনার অন্তরের কালিও দূর হয়ে যাবে। লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো: আমার অন্তরেও কি কালি রয়েছে? বাচ্চাটি বলল: চাচাজান! কালির রঙ