Dil Ki Islah Kyon Zarori Hai

Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai

অহংকারের কারণে নষ্ট হয়ে গেলো আর সে চিরতরে অভিশপ্ত হয়ে গেলো এই ৪টি কাজ করে নিয় তাহলে اِنْ شَآءَ الله অন্তর সংশোধন হবে, অন্তর আলোকিত পরিচ্ছন্ন হয়ে যাবে

অন্তরের কঠোরতার ৩টি রুহানী চিকিৎসা

    শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর কিতাব মাদানী পাঞ্জেসূরার মধ্যে লিখেন: () যে কেউ প্রতি নামাযের পর ১০০ বার  یَااللهُ পাঠ করবে, اِنْ شَآءَ الله তার বাতিন প্রশস্ত হবে (): যে প্রতিদিন ফজরের নামাযের পর বুকের উপর হাত রেখে ৭০ বার یَا فَتَّاحُ   পাঠ করবে, اِنْ شَآءَ الله তার অন্তরের মরিচা ময়লা দূর হয়ে যাবে () আর যে প্রতিদিন যেকোন সময় দিনে একবার করে বার یَا فَتَّاحُ পাঠ করবে, اِنْ شَآءَ الله তার হৃদয় আলোকিত হবে

১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: নেক আমল

    হে আশিকানে রাসূল! অন্তর সংশোধন করার গুনাহ থেকে বাঁচার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে অধিকহারে অংশগ্রহন করুন! اِنْ شَآءَ الله অন্তরের সংশোধনও হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতাও তৈরি হবে যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: নেক আমল, আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ لۡتَنۡظُرۡ  نَفۡسٌ مَّا قَدَّمَتۡ لِغَدٍ ۚ

(পারা ২৮, সূরা হাশর, আয়াত ১৮)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর প্রত্যেকের দেখা উচিত যে, আগামীকালের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে

 

        * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে তার নিজের হিসাব নিকাশ ও মৃত্যুর পরবর্তীর জন্য আমল করে * নিজের সংশোধন করা ও নিজেকে শয়তান থেকে বাঁচানোর উত্তম মাধ্যম হলো আমারা নিজের অভ্যাস, নিজের চরিত্র