Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai
একটি হাদীস শরীফে রয়েছে: اِنَّ اللهَ لَا يَنْظُرُ اِلٰی اَجْسَادِكُمْ، وَلَا اِلٰى صُوَرِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ اِلٰى قُلُوبِكُمْ অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক তোমাদের শরীর ও আকৃতি দেখেন না বরং তোমাদের অন্তর দেখেন। (মুসলিম, ৯৯৫ পৃষ্ঠা, হাদীস: ২৫৬৪)
ইমাম গাযালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই হাদীসে পাক থেকে বোঝা গেলো: অন্তর আল্লাহ পাকের দৃষ্টির স্থান, আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর যে বাহ্যিকতাকে সজ্জিত করে, নিজের জাহিরকে ধৌত করে, ময়লা আবর্জনা পরিষ্কার করে যাতে লোক তার কোন বাহ্যিক দোষ ত্রুটি না দেখতে পায় কিন্তু অন্তরের পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করে না যেটা আল্লাহ পাকের দৃষ্টির স্থান...!! (মিনহাজুল আবেদীন, ১৪৯ পৃষ্ঠা)
আল্লাহ পাকের নৈকট্যের হকদার কে?
!اَللهُ اَكْبَرُ হে আশিকানে রাসূল! চিন্তা করার বিষয়! আমরা ঘুম থেকে উঠে যতক্ষণ না মুখ ধূয়ে না নিই, ঘর থেকে বের হওয়াটা পছন্দ করি না, কাপড়ে ময়লা হয় তো মানুষের সামনে যেতে আমাদের সংকোচবোধ হয়, কিন্তু আফসোস! অন্তরে ময়লা, অন্তরে গুনাহের কালো দাগ ছেঁয়ে গেছে, অন্তরে খারাপ চিন্তাধারা রয়েছে, কু-ধারণা, অহংকার, আমিত্ব, অন্তরে হিংসার আগুন জ্বলছে, আমাদের সেটার সামান্যতমও চিন্তা নেই অথচ অন্তর হলো আল্লাহ পাকের দৃষ্টির স্থান।
অন্তরের ৪টি রোগ ও সেগুলোর চিকিৎসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! অন্তরের অসংখ্য রোগ রয়েছে আর সেগুলোর চিকিৎসাও অনেক বেশি, ইমাম গাযালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মিনহাজুল আবেদীনে এটার সারাংশ লিখেন, তিনি বলেন: অন্তরের কঠোরতার ৪টি মূল কারণ, যদি মানুষ সেগুলো থেকে বেঁচে যায় তাহলে اِنْ شَآءَ الله তার অন্তর পরিষ্কার হয়ে যাবে।
(১) অন্তরের কঠোরতার প্রথম কারণ: দীর্ঘ আকাঙ্ক্ষা
অন্তরের কঠোরতার প্রথম কারণ: দীর্ঘ আকাঙ্ক্ষা; অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত জীবিত থাকার বিশ্বাস। এটি অন্তরের কঠোরতার মূল কারণ, আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন: