Dil Ki Islah Kyon Zarori Hai

Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai

কিরকম হয়ে থাকে? বলল: কালো বাচ্চাটি বলল: তো গুনাহের চেয়ে বেশি কালো আর কি জিনিস আছে? এটা শুনতেই লোকটি চিৎকার দিলো আর লজ্জায় কান্না করতে লাগলো বাচ্চাটি বলল: চাচাজান! এখন আপনার অন্তর পরিষ্কার করার ঔষুধ পেয়ে গেছেন লোকটি পূনরায় আশ্চর্য হয়ে বলল: ঔষুধটি কি? বাচ্চাটি বলল: লজ্জার অশ্রু...!! এটা গুনাহকে ধূয়ে পরিষ্কার করে দেয় আর সেটার প্রামাণ হলো আল্লাহ পাকে হাবীব, অন্তরের চিকিৎসক প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: নিশ্চয় অশ্রু কিয়ামতের দিন আগুনের সমুদ্র নিভিয়ে দিবে

(বুস্তানুল ওয়ায়েজিন, ১০০ পৃষ্ঠা)

অন্তর ঠিক তো সব ঠিক

    হে আশিকানে রাসূল! আমাদের অন্তর সবচেয়ে মূল্যবান বোর্ড, সেটাকে গুনাহ থেকে পবিত্র করা দ্বীনের দাবী, এটাই সংশোধনের রহস্য, এটার মাধ্যমেই মানুষ সজ্জিত হয়ে থাকে, এটার দ্বারাই সফলতা আসে আল্লাহ পাকে শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلَاۤ وَ اِنَّ فِي الجَسَدِ مُضْغَةً:اِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَاِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، اَلَاۤ  وَهِيَ القَلْبُ শুনে নাও! নিশ্চয় শরীরের একটি একটি মাংসপিণ্ড রয়েছে, যখন সেটি ঠিক হয়ে যায়, পুরো শরীর ঠিক হয়ে যাবে আর যখন সেই মাংসপিণ্ড বিকৃত হয়ে যায় তখন শরীর বিকৃত হয়ে যায়, শুনে নাও! সেই মাংসপিণ্ড হলো হৃদয়

(বুখারী, ৮৪ - ৮৫ পৃষ্ঠা, হাদীস: ৫২)

পবিত্র হৃদয়ের বরকত

    সাহাবিয়ে রাসূল হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, আল্লাহ পাকে প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক ব্যক্তিকে বলল: دَعْ مَا یَرِیْبُکَ اِلیٰ مَا لَا یَرِیْبُکَ যেটা তোমার মনে সন্দেহ লাগবে, সেটা ছেড়ে দাও! এই পর্যন্ত যে কোন সন্দেহ অবশিষ্ট না থাকে ব্যক্তি আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি অন্তরের সন্দেহ সম্পর্কে কিভাবে জানতে পারবো? ইরশাদ করেন: যখন তুমি কিছু করবে তখন নিজের বক্ষের উপর হাত রেখে দেখবে! নিশ্চয় অন্তর হারামের প্রতি কম্পিত হয়, মনের ভয় বেড়ে যায় আর হালালের প্রতি মন প্রশান্তি লাভ করে

(জামেউল উলুম ওয়াল হিকম, ১১৭ পৃষ্ঠা)