Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai
ও নিজের আমলের পর্যবেক্ষণ করে নেয়া। * বর্তমান সময়ে আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজের আমলের পর্যবেক্ষণ করার সহজ পদ্ধতি দিয়েছেন: নেক আমল নামক পুস্তিকা * বয়স্ক ইসলামী ভাইদের জন্য নেক আমল পুস্তিকায় ৭২টি প্রশ্নোত্তর লিখেন * প্রতিটি প্রশ্নের নিচে ৩০টি খালিঘর রয়েছে * প্রতিদিন প্রশ্ন পাঠ করে নিজের আমলের ব্যাপারে পর্যবেক্ষণ করা হয় আর খালিঘর পূরণ করা হয়ে থাকে * সঠিক ইসলামী জীবন অতিবাহিত করার এটা উত্তম ব্যবস্থাপত্র * এটির মাধ্যমে না জানি কতো মানুষের সংশোধন হয়েছে।
আপনিও এই পুস্তিকা ক্রয় করুন! প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করে নিন! اِنْ
شَآءَ الله অনেক উপকৃত হবেন * চরিত্র সজ্জিত হবে * চরিত্র সুন্দর হবে * স্বভাব উত্তম হবে * নেকীর উপর অটলতা অর্জিত হবে * গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে * অন্তর আলোকিত হবে * আল্লাহ পাকের ভালবাসা নসীব হবে * ইশকে রাসূল বৃদ্ধি পাবে
* রুহানিয়্যত অর্জিত হবে আর * পরকালীন চিন্তাভাবনা নসীব হবে।
মানুষের জীবনের উন্নতির লক্ষ্যস্থল নির্ধারণ করতে বর্তমান যেই সময়টি অতিবাহিত হচ্ছে, এতে কম্পিউটার ও ইন্টারনেটের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি কোন না কোনভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী উম্মতের সংশোধনের জন্য বিশ্বব্যাপি ইসলামের বাহার ছড়িয়ে দেয়ার জন্য যেসব মজলিস ও বিভাগ গঠন করেছে, তার মধ্য হতে একটি বিভাগ হলো “আইটি ডিপার্টমেন্ট”, যার কাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, আইটি ডিপার্টমেন্টের কার্যাদির মধ্য হতে আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রসিদ্ধ ফতোওয়ার কিতাব ফতোওয়ায়ে রযবীয়া ও কুরআনে পাকের অনুবাদ কানযুল ঈমান সফটওয়ার রূপে উপস্থাপন করেছে যেটা প্রশংসনীয়, টাইম ডিপার্টমেন্টের সহযোগিতায় একটি মোবাইল অ্যাপ্লিকেশন Prayer Times চালু করেছে যেটা ২৭ লাখের