Book Name:Dil Ki Islah Kyon Zarori Hai
চেয়েও বেশি স্থানের জন্য নামাযের সঠিক সময়সীমার শনাক্তের জন্য সীমাহীন উপকারী। আল মদীনা লাইব্রেরী সফটওয়ারের মাধ্যমে দুইশত (২০০) চেয়েও অধিক কিতাব সহজভাবে অধ্যয়ন করতে পারবেন। اَلْحَمْدُ لِلّٰه আইটি ডিপার্টমেন্ট বিভাগ এছাড়াও আরও অনেক মোবাইল অ্যাপ্লিকেশনও প্রস্তুত করেছে যার মধ্যে কুরআন, কুরআন টিচার, ফয়যানে হাদীস, দারূল ইফতা আহলে সুন্নাত, কালিমা এন্ড দোয়া, রুহানী ইলাজ ও আরও অনেক অ্যাপ্লিকেশন চালু করে দা’ওয়াতে ইসলামী ওয়েব সাইটে আপলোড করে দিয়েছে আপনিও অ্যাপ্লিকেশনটি দা’ওয়াতে ইসলামীর ওয়েব সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ১০১ মাদানী ফুল থেকে শয়ন ও জাগরনের সুন্নাত ও আদব শ্রবণ করি: * শয়ন করার আগে বিছানাকে ভালভাবে ঝেড়ে নিন যাতে কোন ক্ষতিকর পোকা মাকড় ইত্যাদি থাকলে তা বের হয়ে যায়, * শয়ন করার আগে এ দোয়াটি পড়ে নিন: اَ للّٰھُمَّ بِاسْمِکَ اَمُوْتُ وَاَحیٰ অনুবাদ: হে আল্লাহ! আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হবো। (অর্থাৎ শয়ন করি ও জাগ্রত হই)। (বুখারী শরীফ, ৪র্থ খন্ড, পৃষ্ঠা ১৯৬, হাদীস নং- ৬৩২৫) * আসরের পর ঘুমাবেন না কারণ স্মরণ শক্তি কমে যাওয়ার ভয় রয়েছে। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে।” (মুসনাদে আবি ইয়ালা, ৪র্থ খন্ড, ২৭৮ পৃষ্ঠা, হাদীস নং- ৪৮৯৭) * দুপুরে কায়লুলা (অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা) মুস্তাহাব। (আলমগিরী, ৫ম খন্ড, ৩৭৬ পৃষ্ঠা) * সদরুস শরীয়া, হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যথাসম্ভব এটা ঐ সমস্ত লোকদের জন্য হবে, যারা রাত জেগে ইবাদত করে, নামায আদায় করে, আল্লাহ পাকের যিকির করে কিংবা কিতাব পাঠ করে অথবা অধ্যয়নে ব্যস্ত থাকে। কেননা এরদ্বারা রাত জাগার কারণে যে ক্লান্তি আসে তা দূর হয়ে যাবে। (বাহারে শরীয়াত, ১৬তম অংশ, ৭৯ পৃষ্ঠা, মাকতাবাতুল মদীনা) (৫) দিনের শুরুতে কিংবা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরূহ। (ফতোওয়ায়ে হিন্দিয়া, ৫ম খন্ড, ৩৭৬ পৃষ্ঠা)