Book Name:Asmani Kitabain Aur Farooq e Azam
করেন সম্মানিত স্ত্রী বললেন: হে আমীরুল মু’মিনীন! কাবুল আহবার বলেন যে আপনি জান্নামের দরজায় রয়েছেন।
হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এটা শোনে তার মধ্যে ভীতি সঞ্চারিত হয়ে গেলো, তিনি সাথে সাথে হযরত কাবুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ ডাকলেন। হযরত কাব رَضِیَ اللهُ عَنْہُ উপস্থিত হতেই আরজ করলেন: হে আমীরুল মুমিনীন! আমার প্রতি তাড়াহুড়া করো না! আল্লাহ পাকের শপথ! যিলহজ্ব মাস শেষ হতেই আপনি জান্নাতে তাশরিফ নিয়ে যাবেন।
হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এ কথা শোনে আশ্চর্য হয়ে বললেন: اَيَّ شَيْءٍ هٰذَا مَرَّةً فِي الْجَنَّةِ وَمَرَّةً فِي الَّنارِ؟ অর্থাৎ হে কাব! এটা কি বলেন....? কখনো বলেন জাহান্নামের দরজাতে, আবার কখনো জান্নাতে? হযরত কাব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: اِنَّا لَنَجِدُكَ فِيْ كِتَابِ اللهِ عَلٰى بَابٍ مِّنْ اَبْوَابِ جَهَنَّمَ تَمْنَعُ النَّاسَ اَنْ يَقْعُوْا فِيْهَا، فَاِذَا مِتَّ لَمْ يَزَالُوْا يَقْتَحِمُوْنَ فِيْهَا اِلٰى يَوْمِ الْقِيَامَةِ হে আমীরুল মুমিনীন! ঐ সত্তার শপথ যার কুদরতের হতে আমার প্রাণ! আমি আল্লাহ পাকের কিতাবে পড়েছি আপনি জাহান্নামের দরজায় আছেন আর লোকদেরকে জাহান্নামে পতিত হওয়া থেকে বাধা দিচ্ছেন যখন আপনি দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাবেন তখন লোক কিয়ামত পর্যন্ত জাহান্নামে পড়তে থাকবে। (কানযুল উম্মাল, ১২ অধ্যয়, ৬ খন্ড, ১৫৬ পৃষ্ঠা, হাদীস: ৩৫৭৪২)
ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ ইসলামকে সম্মান দিলেন
سُبْحٰنَ الله! হে আশেকানে সাহাবা ও আহলে বাইত! হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এখনো দুনিয়াতে তাশরিফ আনেননি, এর পূর্বেই যেসব লোকেরা আসমান কিতাব তিলাওয়াত করতো, আসমানি কিতাবের আলেম ছিলো, পূর্বের নবীগণের বাণী জানতো, তাদের জানা ছিলো যে উম্মতে মুহাম্মদীতে একজন ব্যক্তি আসবে * তার নাম ওমর বিন খাত্তাব হবে * এর দ্বীন উত্তম ও অবশ্য অত্যন্ত দৃঢ় হবে * যতদিন পর্যন্ত সে দুনিয়াতে থাকবে ততদিন দ্বীন বিজয় থাকবে লোকেরা জাহান্নাম থেকে বাঁচবে আর যখন সে দুনিয়া থেকে চলে যাবে লোকেরা কিয়ামত পর্যন্ত জাহান্নামে পতিত হতে থাকবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটু দোয়ার প্রভাবের কার্যকারীতাও দেখুন! আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দোয়া ছিলো: اَللّٰہُمَّ اَعَزِّ الْاِسْلَامَ بِعُمَربْنِ