Book Name:Asmani Kitabain Aur Farooq e Azam
অতঃপর সেই অমুসলিমরা বায়তুল মুকাদ্দাস হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে হস্তান্তর করে দিলেন। (ফাতহুশ শাম, ১ খন্ড, ২২৩-২২৫ পৃষ্ঠা)
মুসলমানদের প্রতি দয়ালু ও করুণাময়
হযরত কাব আল আহবার رَضِیَ اللهُ عَنْہُ একজন উচ্চ মর্যাদার অনুসারী। যখন পবিত্র ঘর জয় করা হয়, তখন হযরত কাব আল আহবার رَضِیَ اللهُ عَنْہُ হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে প্রথম সাক্ষাৎ করেন সেই সময় হযরত কাব رَضِیَ اللهُ عَنْہُ কালিমা পাঠ করে ইসলাম কবুল করেন।
(ফাতুহুশ শাম, ১ খন্ড, ২৩৩ পৃষ্ঠা)
এই প্রসঙ্গে হযরত কাবুল আখবার رَضِیَ
اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের কিতাবে লিখা আছে: “যে শহরে বনী ইসরাঈল বসবাস করবে, তাদের বিজয় তাদের হাতেই হবে। যে ব্যক্তি মুসলমানদের জন্য ভাল করবে। * তাবে সে হবে দয়ালু তার বাহ্যিক ও অভ্যন্তর একই হবে, তার কথা ও কাজে কোন রকম বৈপরীত্য থাকবে না। তার দৃষ্টিতে তার আপন এবং পর সবাই সমান হবে * তার সাথীরা রাতের ইবাদতকারী হবে
* দিনের বেলায় রোযাদার হবে এবং লোকদের কল্যাণকারী হবে।
(রিয়াযুন নযরত, ২৭৪ পৃষ্ঠা)
سُبْحٰنَ الله! হে আশেকানে সাহাবা ও আহলে বাইত! এ সমস্ত গুণগুলো হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর বর্ণনা হচ্ছে * তিনি নেককারও * মুসলমানদের প্রতি দয়া কারীও * ন্যয় ও ইনসাফ প্রতিষ্ঠাকারী * তিনি সেই ব্যক্তিত্ব যিনি অনেক শহর বিজয় লাভ করেছেন * এমনকি কায়স ও কিসরার মহল্লাতেও ইসলামের পতাকা উত্তলন করে দিলেন।
ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ জাহান্নামের প্রতিবন্ধক
হযরত উম্মে কুলসুম رَضِیَ اللهُ عَنْہَا নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রিয় নাতনী অর্থাৎ ফাতেমাতুয যুহরা رَضِیَ اللهُ عَنْہَا এর শাহযাদী, তিনি হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ এর স্ত্রীগণের মধ্যে অন্যতম, একদিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ দেখলেন যে হযরত উম্মে কুলসুম رَضِیَ اللهُ عَنْہَا আহাজারী করে কান্না করছে, তিনি কান্নার কারণ জিজ্ঞেস