Asmani Kitabain Aur Farooq e Azam

Book Name:Asmani Kitabain Aur Farooq e Azam

মন তা সমর্থন করে না নেক আমলের উপর আমল করার বরকতে আমরা নিফাক রিয়াকারীর মত অভ্যান্তরিক গুনাহ থেকে বাচতে পারবো

আংটি পরিধান করার সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা১৬৩ মাদানী ফুলথেকে আংটি পরিধান করার কয়েকটি সুন্নাত আদব শ্রবণ করি * পুরুষের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম আল্লাহ পাকে হাবীব হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বর্ণের আংটি পরিধান করা থেকে নিষেধ করেছেন (বুখারী, /৬৭, হাদীস: ৫৮৬৩) * অপ্রাপ্তবয়স্ক ছেলের স্বর্ণ রুপার অলংকার পরিধান করা হারাম এবং যে পরিধান করাবে সেই গুনাহগার হবে

(বাহারে শরীয়ত, /৪২৮, দূররে মুখতার রদ্দুল মুখতার, /৫৯৮)

 

 ঘোষণা

    আংটি পরিধান করার অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়াতী হালকাতে বর্ণনা করা হবে তাই সেগুলো জানার জন্য তরবিয়াতী হালকাতে অবশ্যয় অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 (১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)