Book Name:Asmani Kitabain Aur Farooq e Azam
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শোনবো * যা শোনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان র অনন্য শান রয়েছে, দেখুন! আমরা যখন পৃথিবীতে আসিনি, সে সময় কেউ আমাদের চিনত না, কেউ স্বপ্নেও আমাদের দেখেনি, তারপর যখন আমরা পৃথিবীতে আসি, তখনও কেবল পরিবারগণ, প্রিয় আত্মীয়স্বজন এবং কয়েকটি পাড়া-মহল্লাই আমাদের চিনত। এখন যখন আমরা বড় হয়েছি, এখনও কিছু মানুষ আছে আমাদের চিনে, আবার কেউ হয়ত শতের মধ্যে, কেউ হয়তো হাজার বা লাখের মধ্যে আমাদের চিনে কিন্তু উৎসর্গ হয়ে যান! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় সাহাবীগণের অনন্য মহিমা এই ব্যক্তিরা তখনও পৃথিবীতে আসেননি। এর শতাব্দী আগেও পৃথিবীতে তাদের আলোচনা বিদ্যমান ছিলো, লোকেরা তাদের চিনতো। তাদের উত্তম আলোচনা করতো এবং এই আলোচনা কোন সাধারণ আলোচনা ছিলো না, বরং আল্লাহ পাকের কালামে সাহাবায়ে কেরামের উত্তম আলোচনা নিয়মিত ভাবে তিলাওয়াত করা হতো এবং লোকেরা সাওয়াবের উদ্দেশ্যে তাদের উত্তম আলোচনা করতো ।
আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন: