Book Name:Asmani Kitabain Aur Farooq e Azam
কিভাবে পবিত্র বায়তুল মুকাদ্দাস বিজয় হয়েছিলো....?
বায়তুল মুকাদ্দাস, যেটি একটি অত্যান্ত বরকতময় শহর, যেটি হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর খিলাফতকালে সর্বপ্রথম বিজয় হয়েছিলো। এর বিজয়ের ঘটনা খুবই আশ্চর্যজনক। কি ঘটল হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ হযরত আবু উবাইদা رَضِیَ اللهُ عَنْہُ বিন জাররাহ رَضِیَ اللهُ عَنْہُ সেনাপ্রতি বানালেন এবং সৈন্যবাহিনী নিয়ে বায়তুল মাকাদ্দাসের দিকে রওয়ানা হলেন, হযরত আবু উবাইদা বিন জাররাহ رَضِیَ اللهُ عَنْہُ পৌঁছলেন, অমুসলিমদের দূর্গ অবরোধ করেন এবং প্রায় ৪ মাস ধরে এই যুদ্ধ চলতে থাকে, কিন্তু কোন ফলাফল আসেনি।
বায়তুল মুকাদ্দেস অমুসলিমদের এক বড় সন্ন্যাসী ছিলেন, একদিন সেই সন্ন্যাসী দূর্গের দেয়ালে উঠে হযরত আবু উবাইদা বিন জাররাহ رَضِیَ اللهُ عَنْہُ কে সম্বোধন করে বললেন: আমরা আপনার সাথে যুদ্ধ করবো যে কোন অবস্থায়, শোধুমাত্র একজন ব্যক্তি। আমাদের শহর কেবল একজনই জয় করতে পারবে, তার গুণাবলী আমাদের কিতাবে লেখা আছে, তুমি সে নও।
হযরত আবু উবাইদাহ ইবনে জাররাহ رَضِیَ اللهُ عَنْہُ বললেন: সে কে হবে? আপনাদের কিতাবে তার সম্পর্কে কী কী গুণাবলী লেখা আছে? সন্ন্যাসী বললেন: সে হবে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসারী, তার নাম হবে ওমর বিন খাত্তাব, লোকে তাকে ফারুক বলে আহবান করবে, তিনি দ্বীনের ব্যাপারে অত্যান্ত কঠোর হবেন। সে আল্লাহ পাকের বিষয়াদীতে লোকদের ব্যাপারে কোন পরওয়া করবে না।
হযরত আবু উবাইদা বিন জাররাহ رَضِیَ اللهُ عَنْہُ সন্ন্যাসীর এই কথা শোনে মুচকি হেসে খুশি হয়ে বললেন: فَتَحْنَا الْبَلَدَ وَ رَبِّ الْکَعْبَۃِ মানে কাবার রবের শপথ! আমরা এই শহর জয় করেছি। অতঃপর হযরত আবু উবাইদা ইবনে জাররাহ رَضِیَ اللهُ عَنْہُ হযরত ফারুক رَضِیَ اللهُ عَنْہُ কে একটি চিঠি লিখে বায়তুল মকাদ্দাসে আসতে বললে হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ তাশরিফ নিয়ে আসেন সেই খ্রীষ্টান সন্ন্যাসী হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ দেখতেই চিনে নিলেন এবং তিনি তার লোকদের ডেকে বলেন: হে লোকেরা! এরা তারাই যাদের আলোচনা আমাদের কিতাবে উল্লেখ আছে তারা আমাদরে শহর বিজয় করবে।