Book Name:Asmani Kitabain Aur Farooq e Azam
عَنْہُ জিজ্ঞেস করেন: کَیْفَ تَجِدُوْنِیْ আপনি আমাকে আপনার কিতাবে কিভাবে খুঁজে পান? পাদ্রী বললেন: قَرْنٌ مِّنْ حَدِیْدٍ অর্থাৎ আমাদের কিতাবে লেখা আছে যে, আপনি লোহার শিং। তিনি বললেন: লোহার শিং! এর মানে কি? পাদ্রী বললেন: اَمِیْرٌ شَدِیْدٌ অর্থাৎ (দ্বীনের আদেশ প্রয়োগে) এমন একজন শাসক যিনি কঠোরতা প্রদর্শন করেন। এতে হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ আল্লাহ পাকের শোকরিয়া আদায় করে বলেন, আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা আল্লাহ জন্য।
(মনাকিবে আমীরুল মুমিনীন ওমর বিন খত্তাব লিবনুল জাওয়াযী, ১৫ পৃষ্ঠা)
একবার আমীরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ একটি ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ তাঁর বরকতময় পা থেকে কাপড়টি সরে গেলো, ঘটনাক্রমে সেই সময় নাজারানের বংশের (যারা কাফের ছিলো তাদের মধ্যে হতে) কোন একজনের দৃষ্টি পায়ের উপর পড়ল, তাতে কালো একটি দাগ ছিলো এ ভিত্তিতে নাজারানের বংশের লোকেরা বললো: ھٰذَا الَّذِیْ نَجِدُ فِیْ کِتَابِنَا یُخْرِجُنَا مِنْ اَرْضِنَا এই সেই ব্যক্তি যার সম্পর্কে আমাদের কিতাবে লেখা আছে যে, সে আমাদের দেশ থেকে বের করে দেবে। (মুজামুয যাওয়ায়িদ, ৯ খন্ড, ৩২ পৃষ্ঠা, হাদীস: ১৪৪০০)
اَللهُ اَكْبَرُ হে আশেকানে সাহাবা ও আহলে বাইত! দেখলেনতো আপনার! পূর্বেবর্তী আসমানি কিতাবে হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর উত্তম আলোচনা কি বিস্তারিতভাবে বর্ণিত ছিলো, অমুসলিম কেবল তাঁর পা মোবারকের কলো দাগ দেখলো, সে সময় তাকে চিনে ফেললো।
ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
হযরত ওমর ফারুক আযম رَضِیَ اللهُ عَنْہُ একজন সাহাবীয়ে রাসূল: * দুনিয়াতে তাঁর নাম মোবারক ফারুক * আসমানি কিতাবে তাঁর নাম ফারুক নামে জানতো * আসমানি কিতাব তাওরাত শরীফে তার নাম مَنْطِقُ الْحَقْ অর্থাৎ যারা সত্যকথা * ইঞ্জিল শরীফে তাঁর যথেষ্ট নাম রয়েছে। * আর জান্নাতে তাঁর নাম হবে পবিত্র প্রদীপ।
(মুজামুয যাওয়ায়িদ, ৯ খন্ড, ৩২ পৃষ্ঠা, হাদীস: ১৪৪০০)