Asmani Kitabain Aur Farooq e Azam

Book Name:Asmani Kitabain Aur Farooq e Azam

মুসলমানের চরিত্রে দেখা যায় না.....!! মনে রাখবেন! আমাদের নেতিবাচক (Negative) চরিত্র কেবল আমাদের জন্য নয়, আল্লাহ পাকে পবিত্র দ্বীনে ইসলামের জন্য ক্ষতিকারক, লোকেরা আমরা মুসলমানদের দেখে ইসলামের চিত্র মনের মধ্যে গেঁথে নেয়

    হে আশেকে রাসূল! আমরা মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর উত্তম আলোচনা শ্রবণ করেছি, তিনি তাঁর সারা জীবন ইসলামের উন্নতির জন্য ব্যয় করেছেন আসুন! আমরাও অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা বের করি * ধন-সম্পদের লোভ দূর করি * ব্যক্তিগত ঝগড়া-বিবাদ মুছে দিয়ে এক হয়ে যাই * একমত ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের খিদমত করি * আমরা আমাদের চরিত্র দ্বীন অনুযায়ী সাজাই * নিজের কাজ দ্বীন শরীয়ত অনুযায়ী করি আমাদের চলা ফেরা পরিবর্তন করি * আসুন! চলা ফেরাতে সুন্নাতের প্রতিচ্ছবি আনয়ন করি * মাথায় পাগড়ী * মুখে দাড়ি * মুখে সত্য * চরিত্রে আমানতদারী * সহানুভূতি * দয়া * ন্যায় পরায়ণতা * নিজের জীবনের লক্ষ্যকে ইসলামের নিয়ম অনুযায়ী গড়ে তুলি * খোদাভীরুতা একনিষ্ঠতা, এভাবে আমরা পবিত্র জীবন অতিবাহিত করি, নিজেও নেককার হই এবং অন্যদেরও নেককার হওয়ার জন্য অনুপ্রাণিত করি

রিসালা নেক আমলের ৪২ নম্বরের প্রতি উৎসাহ

    হে আশেকানে রাসূল! নেক, চরিত্রবান মুসলমান হওয়া, সুন্নাতের উপর আমল করার আগ্রহ পাওয়া ও ইসলামের প্রচার প্রসারে নিজেকে সংক্রিয় করার জন্য আশেকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি প্ররিবেশে সম্পৃক্ত হয়ে যান। যেলী হালকার ১২ টি দ্বীনি কাজের দিকে আগ্রসর হয়ে অংশগ্রহণ করুন! নেক আমলের উপর আমল ও মাদানী কাফেলাতে সফর করুন।  اِنْ شَآءَ الله এর বরকতে গুনাহ থেকে ফিরে আসা, নেকী করা কবর আখিরাতের জন্য প্রস্তুতির মানসিকতা সৃষ্টি হবে। নেক আমলের মধ্যে নেক আমল নম্বর ৪২ এর মধ্যে এটা রয়েছে যে আপনি আজ বিনয়ের এমন কোন শব্দ যা অন্তর সমর্থন করে না তা বলে নিফাক বা রিয়াকারীর অপরাধ তো করেননি? যেমন: মানুষের মনে নিজের সম্মান তৈরীর জন্য এভাবে বলা: “আমি নগণ্য, অধম” আর