ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

পাদটিকা: ১৭২) * কৃতজ্ঞতা হলো সমস্ত ইবাদতের মূল (তাফসিরে কবীর, /১৯১ পৃষ্ঠা, বাকারা, আয়াতের ব্যাখ্যা: ১৭২) * আবু বকর শিবলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: কৃতজ্ঞতা হলো এটাই যে, দৃষ্টি নেয়ামত দানকারীর প্রতি থাকা নেয়ামতের দিকে নয় (ইহয়াউল উলুম, /১০৩ পৃষ্ঠা) * আবু সুলাইমান ওয়াস্তী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকে নেয়ামতসমূহ স্মরণ করাতে অন্তরে তাঁর ভালবাসা সৃষ্টি হয়ে থাকে (তারিখে মদীনা ইবনে আসাকির, ৩৬/৩৩৪ পৃষ্ঠা, হাদীস: ৪১৩৩) * ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: আল্লাহ পাকে নেয়ামতসমূহকে কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে নিরাপত করে নাও (হিলয়াতুল আউলিয়া, /৩৭৪ পৃষ্ঠা, হাদীস: ৭৪৫৫) * ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অন্তরের কৃতজ্ঞতা এটাই যে, নেয়ামতের সাথে কল্যাণ নেকীর ইচ্ছা পোষণ করা * মুখের কৃতজ্ঞতা হলো; নেয়ামতের জন্য আল্লাহ পাকে হামদ সানা পাঠ করা * অবশিষ্ট অঙ্গসমূহের কৃতজ্ঞতা হলো; আল্লাহ পাকে নেয়ামতসমূহকে আল্লাহ পাকে ইবাদতের মধ্যে ব্যয় করা এবং ঐসকল নেয়ামতকে আল্লাহ পাকে অবাধ্যতার মধ্যে ব্যবহার হওয়া থেকে বাঁচিয়ে রাখা * চোখের কৃতজ্ঞতা হলো কোন মুসলমানের দোষ ত্রুটি দেখে তা গোপন রাখা

(ইহয়াউল উলুম, /১০৩ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব বাহারে শরীয়ত ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাত আদব, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুল ১৬৩ মাদানী ফুল হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد