Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai
নামাযের সময়সূচি (Prayer Times) অ্যাপের পরিচিত
প্রিয় ইসলামী বোনেরা! দা’ওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্ট নামাযের সময়সূচি (Prayer
Times) নামক খুবই চমৎকার একটি মোবাইল অ্যাপ্লিক্যাশন চালু করেছে * ঐ অ্যাপ্লিক্যাশনের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে যেকোনো স্থানেও সময় ও কেবলার দিক জানা যায়
* এছাড়াও পাঁচ ওয়াক্ত নামাযের সময়সূচির মাসিক টাইমটেবল * যিকির (রূহানী চিকিৎসা) * মাদানী চ্যানেল রেডিও * নামাযের সময়ে মোবাইল সাইলেন্ট (Silent) করার সুবিধা ও ইসলামী ক্যালেন্ডার বিদ্যমান রয়েছে। আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিক্যাশনটি ইনস্টল করে নিন এবং অপরকেও উৎসাহিত করূন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কৃতজ্ঞতার সুন্নাত ও মাদানী ফুল
প্রিয় ইসলামী বোনেরা! আসুন! কৃতজ্ঞতার ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবন করার সৌভাগ্য অর্জন
করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী শ্রবণ করুন:
(১) ইরশাদ করেন: আল্লাহ পাক এটা পছন্দ করেন যে,
বান্দা প্রতিটি গ্রাস ও চুমুকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করুক।
(মুসলিম, ১১২২ পৃষ্ঠা, হাদীস:
৬৯৩২) (২) ইরশাদ করেন: তোমাদের উচিত মুখ যিকির ও অন্তর
কৃতজ্ঞতা দ্বারা সতেজ রাখা। (শুয়াইবুল ঈমান,
১/৪১৯,
হাদীস: ৫৯০)
*
কৃতজ্ঞতা উচ্চ পর্যায়ের ইবাদত (শোকর
কে ফাযায়িল, ১২
পৃষ্ঠা) *
আল্লাহ পাকের নেয়ামতের কৃতজ্ঞতা
জ্ঞাপন করা ওয়াজিব। (খাযায়িনুল ইরফান,
পারা: ২,
সূরা বাকারা,
আয়াতের পাদটিকা,
১৭২)
*
কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক মহান সৌভাগ্য। (প্রাগুক্ত,
১২ পৃষ্ঠা)
*
কৃতজ্ঞতা জ্ঞাপনে নেয়ামতের নিরাপত্তা রয়েছে। (প্রাগুক্ত) * কৃতজ্ঞতাই
হলো নেয়ামত বৃদ্ধি হওয়ার কারণ। (প্রাগুক্ত) *
কৃতজ্ঞতা আল্লাহ ওয়ালাদের স্বভাব। (প্রাগুক্ত) *
কৃতজ্ঞতা হলো পাপ থেকে বেঁচে থাকা। (প্রাগুক্ত) *
কৃতজ্ঞতা নেয়ামতের পরিচয়। (প্রাগুক্ত) *
নেয়ামত প্রাপ্ত হওয়াতে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা অবস্থায়
বান্দা আযাব থেকে নিরাপদ থাকে। (সিরাতুল জিনান,
৪/৪০৬)
*
কৃতজ্ঞতা ব্যতীত ইবাদত পরিপূর্ণ হয় না। (বায়যাবী,
১/৪৪৯ পৃষ্ঠা,
পারা ২,
আয়াতের