ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

কে? সামনে আসছো না কেনো? আওয়াজ আসলো: আমি জিবরীল, আমি শুধুমাত্র নবী ফেরেশতাদের দেখা দিই বললেন: যদি আপনি জিবরীল হয়ে থাকেন, তাহলে তো আপনি আমাদের অবস্থা সম্পর্কে জেনে থাকবেন? হযরত জিবরীল عَلَیْہِ السَّلَام বলেন: আল্লাহ পাক আমাকে একটি শহরে আযাব অবতীর্ণ করার জন্য প্রেরণ করেছেন, যখন আমি ওখানে পৌঁছি তখন জানতে পারলাম যে তোমরা দুইজনও শহরের দিকে অগ্রসর হচ্ছো, সুতরাং আমি আল্লাহ পাকে কাছে দোয়া করলাম: হে আল্লাহ! এই দুইজনকে শহরে প্রবেশ করা থেকে বিরত রাখো, আমার দোয়া কবুল হলো আর তোমার ছেলে আঘাতপ্রাপ্ত হলো যদি এমন না হতো তোমরা শহরে প্রবেশ করতে তাহলে তোমরাও শহরবাসীদের সাথে আযাবে পতিত হতে

(আর রিয়াআনুল্লাহ বাক্ব ইয়া লি ইবনে আবিদ দুনিয়া, ৬২-৬৩ পৃষ্ঠা)

    !اَلله! اَلله প্রিয় ইসলামী বোনেরা! বোঝা গেলো; আমাদের সাথে যাই ঘটুক না কেনো, তা ভালোর জন্যই হয় আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থাতেই রাখেন, অবস্থাই আমাদের জন্য ভালো এজন্য আমাদের উচিত আল্লাহ পাকে সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা, কখনো মন খারাপ না করা এবং মুখে অভিযোগের বাক্য না আনা

    হাদীসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক বলেন: আমার কিছু বান্দা রয়েছে যাদের জন্য দরিদ্রতাই উত্তম, যদি আমি তাদেরকে ধনী বানাতাম তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যেতো আর কিছু বান্দা হলো তারা, যাদের জন্য ধনী হওয়া উত্তম, যদি আমি তাদেরকে গরীব বানাতাম তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যেতো

(মিরাতুল মাফাতীহ, খন্ড: , পৃষ্ঠা: ৩১৪, হাদীসের ব্যাখ্যা: ২৪৫৯)

তার জন্য তো অন্ধ হওয়াই ভালো

    আল্লাহ পাকের নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام একবার ঝর্ণার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তিনি দেখলেন একটি বাচ্চা নদীতে গোসল করছিলো যার সাথে একীট অন্ধ (Blind) বাচ্চাও ছিলো।সে ঐ বাচ্চাকে পানিতে ডুবিয়ে ডানে বামে পালিয়ে যাচ্ছিলো আর ঐ বাচ্চা তাকে খুঁজতে চাইতো কিন্তু সফল হতো না। তার এই অবস্থা দেখে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর দয়া হলো। তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন- হে আল্লাহ! একেও তুমি দৃষ্টিশক্তি দান করো। যখন ঐ অন্ধ বাচ্চা চোখ খুলল আর সুস্থ